গ্যাস অম্বল বুকজ্বালা বদহজম ইত্যাদি গ্যাস্ট্রিক সমস্যার অব্যার্থ হোমিও ওষুধ
অম্বল, বুক জ্বলা, পেটে ব্যাথা ইত্যাদি এই রকম গ্যাসের প্রবলেম, অম্ল বা অম্বলের প্রবলেম প্রায় হয়েই থাকে। এর যে কারণ তা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের দুর্বলতা। অনিয়মে খাবার খাওয়া, গুরুপাক খfবার খাওয়া, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের এসিডিটি বা গ্যাস হয়ে থাকে।
![]() |
গ্যাস্ট্রিক সমস্যার হোমিওপ্যাথি ওষুধ |
গ্যাসের কারণে যদি আপনার পেটে ব্যাথা করে সেক্ষেত্রে, পেপটিক আলসারের কারণে যদি পেটে ব্যাথা করে সেক্ষেত্রে। আর আপনার যদি এসিড বমি হয়, আপনার যদি টক বমি হয় সেক্ষেত্রে। এই এসিডিন কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে গ্যাস-অম্বল-বুক জ্বালা-পেটে ব্যাথা প্রভৃতি গ্যাসের যাবতীয় প্রবলেম থেকে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন।
Natrum Phos 30:
এই এসিডিন কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন কমপ্লেক্সটি তৈরি করতে যে হোমিওপ্যাথি ওষুধগুলো লাগবে তার মধ্যে প্রথম হলো Natrum Phos 30, এটি সবচেয়ে ছোট সিল্ড ফাইল (10 ML) অর্ডার করুন।
![]() |
গ্যাস অম্বল বুকজ্বালা বদহজমের হোমিও ওষুধ natrum phos 30 |
লক্ষণ
■ নাভীর কাছে খাবার আগে ও খাবার পরে ব্যাথা করবে।
■ প্রচণ্ড ক্ষুধা থাকবে কিন্তু খাবার খেতে পারবে না।
■ খাবার পরে রোগী অস্বস্তি বোধ করবেন। সেজন্য সবসময় ছটফট করবে।
■ এক জায়গায় বসে থাকতে পারবে না।
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-27.
Lycopodium Clavatum 30:
দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সেটি হলো Lycopodium Clavatum 30. এটিও 10 ML মতো অর্ডার করুন।
লক্ষণ
■ পেটের উপর দিকে ফুলে যায়।
■ পেটে গ্যাস জমে।
■ গ্যাস হওয়ার ফলে পেট একদম শক্ত পাথরের মতো হয়ে যায়।
■ কোষ্ঠকাঠিন্য থাকে।
■ গ্যাস, অম্বল, বুক জ্বলা ইত্যাদি বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে বাড়ে।
![]() |
গ্যাস অম্বল বুকজ্বালা বদহজমের হোমিও ওষুধ lycopodium clavatum 30 |
Carbo Veg 30:
তৃতীয় যে হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের কিনতে হবে সেটি হলো Carbo Veg 30. এটাও 10 ML মতো অর্ডার করুন।
লক্ষণ
■ রিচ ফুড বা চর্বি জাতীয় খাবার খেয়ে যদি বদহজম হয় সেক্ষেত্রে এটি খুবই উপকারী।
■ এটি খাবার খেয়ে যদি নিচের পেটের দিকে যদি গ্যাস জমে সেক্ষেত্রে খুবিই কার্যকর।
টি হোমিওপ্যাথি মেডিসিন। বিভিন্ন ধরনের গ্যাস-অম্বল ইত্যাদি সমস্যা থেকে carbo veg 30 একটি খুবই কার্যকর এবং কমন হোমিওপ্যাথি মেডিসিন।
![]() |
গ্যাস অম্বল বুকজ্বালা বদহজমের হোমিও ওষুধ carbo veg 30 |
এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন অর্থাৎ Natrum Phos 30, Lycopodium Clavatum 30 এবং Carbo Veg 30 10 ML করে কিনে নিবেন। তারপর 30 ML মতো একটি কাঁচের বোতল নিবেন। তাতে সমপরিমাণে এই তিনটি হোমিওপ্যাথি মেডিসিন মিশিয়ে ভাল করে বোতলটি ঝাঁকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল এসিডিন কমপ্লেক্স হোমিওপ্যাথি মেডিসিন।
সেবনবিধি
এটি বড়রা ৫ ফোঁটা করে জিভে দিয়ে দিনে তিনবার খাবেন। খাওয়ার ৩০ মিনিট পর খাবেন। সকালে একবার , দুপুরে একবার আর রাতে একবার।
যদি জিভে দিয়ে খেতে অসুবিধা হয় তাহলে এক চামচ পানিতে দিয়ে এটি খেতে পারেন।
আর ছোটরা এক চামচ পানিতে তিন ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবে। খাওয়ার ৩০ মিনিট পর খাবে।
এভাবে যদি নিয়মিত ওষুধটি খান তাহলে আপনাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, মুখ টক ইত্যাদি ক্ষেত্রে আপনি যেদিন থেকে খাবেন সেদিন থেকেই উপকার বুঝতে পারবেন।
এই ওষুধটি আপনার কন্টিনিউ এক সপ্তাহ খেয়ে কিছুদিন গ্যাপ দিয়ে দেখবেন কেমন থাকছেন। যদি পুনরায় গ্যাস-অম্বল হয় তাহলে পুনরায় এই ওষুধটি শুরু করে এক সপ্তাহ পর পর কিছুদিন গ্যাপ দিয়ে খাবেন।