আমাশয় বা ডিসেন্ট্রি হলো একটি ইনটেসটিনাল ইনফ্লেমেশন বা অন্ত্রের প্রদাহ। যার ফলে আমাদের মলের সঙ্গে সাদা সাদা মিউকাস দেখা যায়। 

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ 
আমাশয় প্রধানত দুই প্রকার একটি হলো ব্যাক্টেরিয়াল ডিসেন্ট্রি বা ব্যাসিলারি ডিসেন্ট্রি আরেকটি হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি। 

আমাশয় সাধারণত পঁচা ফল, পঁচা খাবার, বাসি খাবার, দুর্গন্ধযুক্ত নোংরা জায়গায় বসবাস অথবা যেসমস্ত খোলামেলা জায়গায় পায়খানা করা হয় সেসমস্ত জায়গা থেকে আমাদের আমাশয় বা ডিসেন্ট্রি হয়ে থাকে। 

বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়া যখন আমাদের অন্ত্রে প্রদাহের সৃষ্টি করে তখন তাকে ব্যাক্টেরিয়াল ডিসেন্ট্রি বা ব্যাসিলারি ডিসেন্ট্রি বলে। 

অ্যামবিক ডিসেন্ট্রির কারণ হচেছ অ্যামিবা নামক এককোষী প্রাণী অন্ত্রে আক্রমণ করার ফলে হয়ে থাকে। যেসমস্ত খোলামেলা জায়গায়  মলত্যাগ করা হয় সেমস্ত জায়গায় এধরনের আমাশয় হয়ে থাকে। 

আমাশয়ের লক্ষণ

ব্যাক্টেরিয়াল ডিসেন্ট্রি বা ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে যেসমস্ত লক্ষণ দেখা যায় তা হচেছ ৪০ থেকে ৫০ বার পায়খানার বেগ, কোথানি এবং শূল বেদনা থাকবে। জ্বর থাকবে। আলসার বা অন্ত্রে ক্ষত থাকবে। লিভারে ইনফেকশন বা স্ফোটক দেখা যাবে। 

আর যদি মল পরীক্ষা করা যায় তাহলে মলে সিগেলা বা অন্যান্য ব্যাক্টেরিয়া পাওয়া যাবে। সাথে সাদা সাদা জেলির মতো মিউকাস থাকতে পারে। এবং রক্তও থাকতে পারে। 

আর অ্যামবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে এসমস্ত লক্ষণ থাকবে কিন্তু অন্ত্রের ক্ষত বা আলসার এবং লিভারে ইনফেকশন বা স্ফোটক বা ফুসকুড়ি থাকবে না। মল পরীক্ষা করলে এককোষী অ্যামিবা লক্ষ করা যাবে। 

কার্যকর হোমিওপ্যাথি ওষুধ

R4: 

নতুন বা পুরতান সব ধরনের আমাশয়ের কার্যকর R4. এই ওষুধটি নতুন আমাশয় বা একিউট আমাশয়ের ক্ষেত্রে ১৫ ফোঁটা করে দিনে চারবার আধাকাপ পানিতে দিয়ে খাবার আধঘণ্টা আগে খাবেন। 

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ R4

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন।
CODE-55.

আর যদি পুরাতন আমাশয় হয় তাহলে ১৫ ফোঁটা করে দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন। 

ছোটরা সাতফোঁটা করে খাবেন। 

BC 9:

আরেকটি বায়োকম্বিনেশন ওষুধ আপনি যেকোনো ধরনের আমাশয়ের ক্ষেত্রে খেতে পারবেন। এটি হচ্ছে BC 9. এটি ২৫ গ্রামমতো কিনে নিবেন। 

এটি নতুন আমাশয় বা একিউট আমাশয়ের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে চারবার খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন। 

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ  BC9

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-56.

আর পুরাতন আমাশয়ের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন। 

ছোটরা দুটি করে ট্যাবলেট খাবে। পানিসহ খাবেন। 

মিকচার হোমিওপ্যাথি ওষুধ

এবার বলি নতুন ও পুরাতন আমাশয়ের একটি নতুন মিকচার হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। এই ওষুধটি তৈরি করতে যেসমস্ত ওষুধ লাগবে তা হচ্ছে Holarrhena Antidysenterica Q, Chaparro Amargosa এবং Aegle Marmelos Q.

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ

এই তিনটি মাদার টিংচার ২০ এমএল করে কিনে একটি ১০০ এমএল কাচের বোতলে এক সঙ্গে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল আমাশয়ের মিকচার। 

এই ওষুধটি নতুন হোক বা পুরাতন আমাশয় হোক যেকোনো ক্ষেত্রে ২৫ ফোঁটা করে দিনে তিনবার খাবেন। আধাকাপ পানিতে দিয়ে খাবার অঅধঘণ্টা পর খাবেন। 

আর ছোটরা আধাকাপ পানিতে ১৫ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবে। খাওয়ার আধঘন্টা পরে খাবে। 

এসব ওষুধ যদি একিউট আমাশায় হয় তাহলে খুব তাড়াতাড়ি সেরে যাবে আর যদি ক্রণিক হয় তাহলে কিছুদিনের মধ্যে রেজাল্ট লক্ষ্য করতে পাারবেন। এগুলো ব্যবহার করলে পুরাতন আমাশয় ভাল হয়ে যাবে। 

:দাম:

Holarrhena Antidysenterica Q: ২৫০ টাকা/৩০এমএল । অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-57.

Chaparro Amargosa: ২০০ টাকা/৩০ এমএল। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-58.

দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন।CODE-59.

:Mercurius Corrosivus 30: 

যদি রক্ত আমাশয় হয় তাহলে Mercurius Corrosivus 30  ১০ এমএল মতো কিনে বড়রা ৩ ফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার একিউট ক্ষেত্রে। আর ক্রনিক ক্ষেত্রে বা পুরাতন আমাশয়ের ক্ষেত্রে দিনে তিনবার খাবে। 

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ mercurius corrosivus 30 

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। (CODE-60)

:Mercurius Solubilis 30:

যদি রক্ত কম থাকে আর মিউকাস বেশি থাকে তাহলে Mercurius Solubilis 30 ৫ এমএল মতো কিনে নিবেন। এটি নতুন আমাশয়ের ক্ষেত্রে বড়রা তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবে। আর ক্রনিক ক্ষেত্রে তিনবার খাবে। খাবার আধঘণ্টা পর খাবে। 

ছোটরা একফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবে। খাবার আধঘণ্টা আগে খাবে। ক্রনিক ক্সেত্রে তিনবার খাবে। 

নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ
নতুন-পুরাতন আমাশয়ের হোমিওপ্যাথি ওষুধ mercurius solubilis 30

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-61.

মিকচার ওষুধটি খেতে হবে। সাথে বায়োকম্বিনেশন (BC 9) খেতে হবে। এর সাথে যেকোনো ১টি ওষুধ খেতে হবে। 

হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, টক, কফি, গুটকা খেতে পাবেন না। উগ্র পারফিউম ব্যাবহার করবেন না।




এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।