অর্শ বা পাইলস হওয়ার প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের ফলে আমাদের মলদ্বারে চাপ পড়ে আর শক্ত পায়খানা হয়। এই শক্ত পায়খানা হওয়ার ফলে আমাদের নরম মলদ্বার ফুলে যায় আর তাতে আঘাত লাগার ফলে আস্তে আস্তে সেখানে পাইলস বা Hemorrhoids বা অর্শ্ব হয়ে যায়। 

পাইলসের কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ
পাইলসের কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ

পাইলস হওয়fর আরও যেসমস্ত কারণ রয়েছে তার হচ্ছে লিভারের রোগ বা লিভার সিরোসিস, হার্টের রোগ হওয়ার ফলেও পাইলস হয়। এছাড়া যদি অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া হয়, মাংস খাওয়া হয়, বা মদ বা নেশা করা হয়, রাত জাগরণের ফলে পাইলস হয়। 


যদি কোনও রোগের কারণে মলদ্বারে কোত দেওয়া লাগে সেক্ষেত্রেও পাইলস হয়ে থাকে। জোলাপ জাতীয় ওষুধ ব্যবহার কারণে যদি বারবার পায়খানা হয় তাহলেও একসময় পাইলস হয়ে যায়। বংশগত কারণেও পাইলস হয়ে থাকে। 


পাইলস তিন ধরনের হয়ে থাকে-


১. এক্সটারনাল পাইলস: এধরনের পাইলসে ফোলা আংশ মলদ্বারের বাহিরে থাকে।


২. ইন্টারনাল পাইলস বা ব্লিডিং পাইলস: এধরনের পাইলস হলে ফোলা অংশ মলদ্বারের ভেতরে থাকে। 


৩. মিশ্রিত পাইলস: এটি হলে ফোলা অংশ বাইরেও থাকে ভেতরেও থাকে। 


লক্ষণ


পাইলস হলে মলদ্বার দিয়ে রক্ত বের হয়। মলদ্বারে ব্যথা করে, মলদ্বার ফুলে যায়, মলদ্বারে প্রদাহ হয়, আর মলদ্বারের বাইরে আঙ্গুরের মতো ছোট ছোট গুটি দেখা যায়। অনেক সময় এগুলো ভেতরে থাকে। 


বাইরে যদি এ ধরনের আঙ্গুরের মতো ছোট ছোট বলী লক্ষ করা যায় তাহলে এক্সটার্নাল পাইলস বলে। আর এমন গুটি যদি মলদ্বারের ভেতরে থাকে তাকে ইন্টার্নাল পাইলস বলে। দুই ধরনের পাইলস থাকলে তাকে মিশ্রিত পাইলস বলে। 


পায়খানার পর ব্যাথা থাকে। পায়খানা করতে রোগী ভয় পায়। কোনো কোনো ক্ষেত্রে পাইলসে রক্ত বের হয়। 


: কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ  Adel 2 :


Adel 2.একটি কম্বিনেশন মেডিসিন। এটি পাইলসৈর জন্য খুবই উপকারী। 

পাইলসের জার্মান হোমিওপ্যাথি ওষুধ
পাইলসের জার্মান হোমিওপ্যাথি ওষুধ ADEL 2

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-79.


এটিতে যেসমস্ত হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে তাহচ্ছে -


Acidum nitricum: মলদ্বারের চামড়া এবং মিউকাস ঝিল্লির জোড়া অংশে তীব্র ব্যাথা আর রক্তস্রাব দূর করতে সাহায্য করে। 


Aesculus hippocastanum: এটি  পাইলসের জন্য খুবই উপকারী একটি ওষুধ। এটি ফোলা ও জ্বলনকে ভালভাবে দূর করে দেয়। 


Anacardium: এই ওষুধটি অন্ত্রের উন্নতি ঘটিয়ে মলকে সহজে বাইরে বের করে দেয়। 


Collinsonia: যদি কোষ্ঠকাঠিন্য থাকে আর পাইলস থাকে, যদি রক্ত বের হয় এটি খুবই উপকারী একটি ওষুধ। 


Ignatia: এটি মানসিক এবং আবেগজনিত স্নায়ু উত্তেজনার কারণে যদি এধরনের রোগ হয়ে থাকে সেক্সেত্রে খুবই উপকারী।


Melilotus: এটি ধমনী ও শিরার মধ্যে বাধা দূর করে। 


Sedum acre: এটি যন্ত্রণা ও জ্বালা দূর করতে সাহায্য করে। শৌচকাজের পরে যে ব্যাথা বা যন্ত্রণা হয় তা দূর করতে সাহায্য করে। 


 Thlaspi Bursa pastoris. : এটি রক্ত বন্ধ করতে সাহায্য করে। 


এই হোমিওপ্যাথি ওষুধগুলো পাইলসের ক্ষেত্রে খুবই উপকারী। এই সমস্ত হোমিওপ্যািথি ওষুধ দিয়ে Adel 2 হোমিওপ্যাথি কম্বিনেশনটি তৈরি। 

: সেবনবিধি :


এটি বড়রা ১৫ ফোঁটা করে কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে দিনে তিনবার খাবার ৩০ মিনিট আগে খাবে অথবা ৩০ মিনিট পর খাবে। 


আর ছোটরা ৭ ফোঁটা করে কাপের চার ভাগের একভাগ পানিতে দিয়ে দিনে তিনবার খাবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 


এভাবে যদি খায় তাহলে তাদের পাইলস ভালো হয়ে যাবে। রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ব্যাথা কমে যাবে। 


এই ওষুধটি আপনার ৩ মাস পর্যন্ত খেলে পাইলসে উপকার বুঝতে পারবেন। 


: বায়োকম্বিনেশন মেডিসিন BC 17 :


Adel 2 এর সাথে যে বায়োকম্বিনেশন মেডিসিন আপনাদের খেতে হবে তাহলো BC 17. এটি বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে, চুষে খাবে। গরমপানিসহ খাবে। খাবার ৩০ মিনিটি আগে বা পরে খাবে। 

পাইলসের জার্মান হোমিওপ্যাথি ওষুধ
পাইলসের হোমিওপ্যাথি ওষুধ BC 17

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-80.

ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে। চুষে খাবে। গরমপানিসহ খাবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 

অন্য কোনও মেডিসিন বা Adel 2  খেলে ১০ মিনিট গ্যাপ দিয়ে খাবে। তাহলে উপকার পাবেন। 


এইভাবে যদি এই ওষুগুলো তিনমাস পর্যন্ত খান তাহলে আপনারা পাইলস থেকে মু্ক্তি পাবেন। 


হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, টক, কফি খেতে পাবেন না। উগ্র পারফিউম ব্যাবহার করবেন না।



এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।