ফ্যাটি লিভার বা লিভারে যদি চর্বি হয় তার কার্যকর হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার। লিভারের গুরুত্বপূর্ণ নানা কাজ রয়েছে যেমন রক্ত পরিস্কার করা, শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করা ইত্যাদি।

কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই লিভারে চর্বি জমে মোটা হয়ে যায় বা ফ্যাটি লিভার হয়। এই ফ্যাটি লিভার হওয়ার যেসমস্ত কারণ রয়েছে তা হচ্ছে-

ফ্যাটি লিভারের হোমিওপ্যাথি ওষুধ
ফ্যাটি লিভারের হোমিওপ্যাথি ওষুধ 

১. শরীরের যদি ওজন বাড়ে অর্থাৎ স্থুলতার কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে। 


২. রক্তে ব্লাড সুগারের মাত্রা বেশি হলেও ফ্যাটি লিভার হয়।


৩. ইনসুলিন যদি রক্তে মিশতে বাধাপ্রাপ্ত হয়। 


৪. রক্তে চর্বি বা কোলেস্টেরোলের মাত্রা বেশি হলে।


৫. মদপান করার ফলে।

লক্ষণসমূহ

ফ্যাটি লিভার যদি হয় তাহলে তেমন কোনো লক্ষণ দে খা দেয় না। এটি যদি ক্রনিক হয় বা এটির মাত্রা যদি বেশি হয় তখন লক্ষণ প্রকাশ পায়। অনেকের এমন যে তাদের ফ্যাটি লিভার রয়েছে কিন্তু কোনো লক্ষণ নাই। এটা নিয়েই তারা আরামে জীবনযাপন করছে। যখন পেটের আলট্রাসনোগ্রাম করা হয় তখন ফ্যাটি লিভার সম্পর্কে জানা যায়। তবে ক্রনিক হলে এটির লক্ষণ বোঝা যায়। যেসমস্ত লক্ষণ দেখা যাবে সেগুলো হলো-


১. পেটের ব্যথা করবে। পেট ফুলে যাবে। পেটের ব্যথা পেটের ডানদিকের উপরে ব্যাথা করবে। লিভার ফুলে যাবে।

২. শরীরের দুর্বলতা লক্ষ করা যাবে। 

৩. ক্ষুধা কম লাগবে। 

৪. ছেলেদের ব্রেস্ট ফুলে যাবে। 

৫. প্লিহা ফুলে যাবে। 

৬. হাতের তালু লাল হয়ে যাবে। 

এছাড়াও গায়ের চামড়া হলুদ হয়ে যাবে। চোখের যে সাদা অংশ সেটা হলু দেখাবে। জন্ডিস হবে। 

হোমিওপ্যাথি মেডিসিন

একটি কার্যকর হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ সম্পর্কে বলছি। এই কম্বিনেশন ওষুধটি যদি খান তাহলে তিনমাসের মধ্যে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন। এটি তৈরি করতে যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধ লাগবে সেগুলো হলো পর্যায়ক্রমে বলা হলো -

Chelidonium M Q (Class-B), Chionanthus V Q (Class-SP-2) এবং Carduus Mar Q (Class-B) ওষুধ তিনটি লিভারের জন্য খুবই কার্যকর। পাশাপাশি প্লিহার জন্যও কার্যকর। 

লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ
লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ

এই তিনটি ওষুধ প্রতিটি ২০ এমএল এর সিল্ড ফাইল অর্ডার করবেন। তারপর একটি ১০০ এমএলের বোতলে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল ফ্যাটি লিভারের একটি কম্বিনেশন মেডিসিন। 

দাম

Chelidonium M Q /(Class-B): দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন CODE-43.

Chionanthus Q/(Class-SP-2) : দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-44.

Carduus Mar Q / (Class-B): দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-45.

সেবনবিধি

এই ওষুধটি ২০ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে দিনে তিনবার খেতে হবে। খাওয়ার আধঘণ্টা  আগে খেতে হবে। সকালে একবার দুপুরে একবার আর রাতে একবার। 

Nux Vomica 200:

এর সাথে আপনাদের আরও দুটি ওষুধ খেতে হবে প্রথমটি হলো Nux Vomica 200, এটি ১০ এমএল মতো কিনে নিবেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় তিনফোঁটা করে জিভে দিয়ে একবার খাবেন। 

লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ
ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ Nux Vomica 200

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-46.

Lycopodium 200:

আরেকটি যে ওষুধ খেতে হবে তা হচ্ছে Lycopodium 200. এটিও ১০ এমএল মতো কিনে নিবেন। প্রতিদিন সকালে খালি পেটে তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে একবার খেতে হবে। 

লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ
লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ Lycopodium 200

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-47.


বায়োকেমিক ওষুধ

লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ
লিভারে চর্বি জমার হোমিওপ্যাথি ওষুধ natrum phos 6x

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-48..

ফ্যাটি লিভারের কার্যকর বায়োকেমিক ওষুধ হলো Natrum Phos 6x. এটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন। খাওয়ার ৩০ মিনিট পর খাবেন। চিবিয়ে বা চুষে খাবেন। হালকা গরম পানি দিয়ে খাবেন। 

এভাবে দুই থেকে তিনমাস ওষুধ খেলে ফ্যাটিলিভার থেকে মুক্তি পাবেন। 

হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন টক কফি গুটকা খেতে পাবেন না উগ্র পারফিউম ব্যাবহার করবেন না।



এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।