মাথা ধরা মাথা ব্যাথা দূর করার হোমিওপ্যাথি ওষুধ
প্রথমেই জেনে নিই মাথা ব্যথা বা মাথা ধরার কারণ সম্পর্কে। নানা কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য, পেটের গন্ডোগোল, ঠাণ্ডা লাগা, সর্দি লাগা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, মহিলাদের জরায়ু সংক্রান্ত সমস্যা, ব্রেইন টিউমার ইত্যাদির কারণে মাথা ধরা বা মাথা ব্যথা হয়ে থাকে।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ |
মাথাব্যথার বেশ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করা হলো। যেগুলো লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করেন কিছুক্ষণের মধ্যেই আরাম পেয়ে যাবেন।
Belladonna 30:
মাথাব্যথার ক্ষেত্রে কমন যে ওষুধটি তাহলো Belladonna 30. এটির লক্ষণ হলো মাথা দপদপ করবে। আলো সহ্য হবে না, চোখ লাল হতে পারে, সর্দির কারণ যদি মাথাব্যথা হয় তাহলে এই ওষুধটি খাবেন।
সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ belladonna-30 |
মাথাব্যথায় যদি দপদপ করে, কানে ভো ভো শব্দ হয়, রোগী যদি অজ্ঞান হয়ে যায়, দুর্বলতা যদি থাকে তাহলে china 30 খাবেন। এটি সবচেয়ে কম সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি দিনে চারবার তিন ফোঁটা করে জিভে দিয়ে খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ China 30 |
আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে বা ঠাণ্ডা লাগার কারণে যদি মাথা টনটন করে, মাথার রগ মনে হয় টেনে ধরে আছে, মাথা ভারী মনে হয় তাহলে aconite nap 30 সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি তিনফোঁটা করে জিভে দিয়ে খাবার আধঘণ্টা আগে দিনে চারবার খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ aconite nap 30 |
Bryonia Alba 30
সর্দি হওয়ার কারণে মাথা নিচু করলে ব্যথা বাড়ে, যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে Bryonia alba 30 সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ bryonia alba 30 |
মাথার যন্ত্রণায় যদি রোগী অস্থির হয়ে যায় মাথা যদি দেয়ালে বা কিছুতে ঠুকতে চায়, পাগলের মতো হয়ে যায়, উল্টাপাল্টা বকতে শুরু করে তাহলে Mellilotus Off Q সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
১০ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে দিনে চারবার খেতে হবে। খাবারের আধঘণ্টা আগে খেতে হবে।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Melilotus off q |
Nux vomica 30
মদ্যপান বা অন্যান্য নেশা করার ফলে রাত্রি জাগরণ বা ঘুমের অভাবে , লিভারের গণ্ডগোলের সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে, সাথে মাথাব্যাথ হয় তাহলে Nux Vomica 30 সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি তিনফোঁটা করে জিভে দিয়ে দিনের চারবার খাবেন। খাওয়ার আধঘণ্টা পরে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Nux vomica 30 |
যদি মাথাব্যথা কপালের অর্ধেক হয় (যেটাকে আধকপালি বলে। যদি কপালের ডানদিকে ব্যথা হয় তাহলে Sanguinaria Canadensis 30 সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি দিনে চারবার খাবেন। তিনফোঁটা করে জিভে দিয়ে খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Sanguinaria canadensis 30 |
Spigelia 30
আর কপালে যদি বামদিকে ব্যথা হয় Spigelia 30 সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন।
এটি তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Spigelia 30 |
এই ওষুধটিতে যেসমস্ত বায়োকেমিক ওষুধ রয়েছে তার মধ্যে Ferrum Phos 3x, যেটি ঠাণ্ডা লাগার কারণে, রক্তাচাপের কারণে বা যেকোনো ধরনের মাথা ব্যাথাতে খুবই কার্যকর।
এছাড়া মেশানো রয়েছে Ksulph 3x যেটি সর্দির কারণে যদি মাথাব্যথা হয় বা সর্দি জমে থেকে ঠাণ্ডা লেগে যদি মাথাব্যথা হয় তাহলে এটি খুব কার্যকর। এটিও BC 12 তে মেশানো রয়েছে।
এর সাথ আরেকটি যে ওষুধ মেশানো রয়েছে তা হচ্ছে Mag Phos 3X. এটি যেকোনো নিউরোলজি পেইনের ক্ষেত্রে খুবই কার্যকর। স্নায়বিক যত রকমের ব্যথা হোক না কেন মাথা যদি স্নায়বিক কারণে ব্যথা হয় তবে Mag Phos 3X কার্যকর একটি ওষুধ।
আরেকটি যে ওষুধ মেশানো রয়েছে সেটি হলো natrum mur 6x. এটিও মাথাব্যথার ক্ষেত্রে খুব কার্যকর। রোগভোগার কারণে, দুর্বলতার কারণে যদি মাথাব্যথা হয়ে থাকে তবে এটি খুব কার্যকর একটি ওষুধ।
মাথা ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ BC 12 |
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড উল্লেখ করুন। (CODE-39).
বড়রা BC 12 ট্যাবলেট দিনে চারবার খাবে। চুষে খেয়ে পানি খাবে। খাবার আধঘণ্টা পর খেতে হবে।
ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে চারবার খাবে। খাওয়ার আধঘণ্টা পর খাবে। চুষে খেয়ে পানি খাবে।
যেকোনো ধরনের মাথাব্যথার ক্ষেত্রে BC 12 ওষুধটি খুবই কার্যকর। এটি ব্যবহার করলে কিছুক্ষণের মধ্যেই আপনি আরাম পেয়ে যাবে।
শেষ কথা
মাথাব্যথার লক্ষণ অনুাযয়ী যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম এগুলো ছোটরা একফোঁটা করে জিভে দিয়ে দিনে চারবার খাবে।
লক্ষণ অনুযায়ী যেকোনো একটি হোমিওপ্যাািথ ওষুধের সাথে বায়োকেমিক ওষুধ খেতে হবে।