শিশুদের ক্ষুধা না লাগার হোমিওপ্যাথি  ও বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। শিশুদের ক্ষুধা না লাগা একটি কমন রোগ হয়ে দাড়িয়েছে। প্রায়ই শিশুদের মধ্যে এটি লক্ষ্য করা যায়।


এটির নানা কারণ রয়েছে যেমন হজম শক্তির দুর্বলতা, লিভারের দুর্বলতা, জিঙ্ক-ক্যালসিয়ামের অভাব, ঘুম ঠিকঠাক না হওয়া ইত্যাদি। 

শিশুতের ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ
শিশুতের ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ

Nux Vomica 200:

যদি শিশুর পেটে গন্ডগোল থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা ঠিকঠাক না হয় আর ঠিকঠাক ঘুম না হয় সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি তাকে দিতে হবে তা হচ্ছে Nux Vomica 200। এটি ছোট সিল্ড ফাইল অর্ডার করবেন।

শিশু ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ
শিশু ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ nux vomica 200

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-49.

এটি শিশুদেরকে এক চামচ পানিতে এক ফোঁটা করে দিয়ে দিনে দুইবার খাওয়াতে হবে। খাওয়ার আধঘণ্টা পর খাওয়াতে হবে। সকালে একবার খাওয়াতে হবে আর রাতে একবার খাওয়াতে হবে। 


Chamomilla 30:

আর যদি শিশুটি খুবই জেদি হয়, রাগী হয় তাহলে তাকে দিতে হবে Chamomilla 30. এটি সবচেয়ে কম পরিমাণ কিনতে হবে। 

এটি শিশুদের এক চামচ পানিতে এক ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাওয়াতে হবে। খাওয়ার আধঘণ্টা পর খাওয়াতে হবে। সকালে, দুপুরে ও রাতে একবার করে খাওয়াতে হবে। 

শিশু ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ
শিশু ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ chamomilla 30

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-50.

এই দুটি হোমিওপ্যাথি ওষুধ শিশুদের ক্ষুধা বৃদ্ধি করতে খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। 

Babyplex: 

এবার জেনে নিই শিশুদের ক্ষুধা বৃদ্ধি করার একটি কার্যকর হোমিপ্যাথিক কম্বিনেশন ওষুধ সম্বন্ধে। এটির নাম Babyplex। এই ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তাহলো -  Chamomilla Q., Chellidonium Q, Ipecac Q, Cina Q, Mag Phos Q, Calc. Phos 6X, Nat Phos 6X, Ferrum Phos 6X এবং Kali Phos 6X. 

শিশুর ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ
শিশুর ক্ষুধামন্দার হোমিওপ্যাথি ওষুধ

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-51.

সেবনবিধি

৫ বছরের নিচে বয়স হলে ৫ এমএল করে দিনে দুবার খাবে। খাবার পরে সঙ্গে সঙ্গে খাবে। 

৫ বছরের বেশি যাদের বয়স তারা ১০ এমএল করে দিনে দুবার খাবে। খাবার পর সঙ্গে সঙ্গে খাবে। 

Babyplex ওষুধের বিকল্প

অনেক সময়  Babyplex পাওয়া যায় না। তখন এটির বিকল্প দরকার হয়। সেক্ষেত্রে একটি হোমিওপ্যাথি মিকচার তৈরি করে নিতে পারেন।


এজন্য যেসব হোমিওপ্যাথি ওষুধ লাগবে সেগুলো হলো- Chelidonium Mother Tincture Q, Avena Sativa Mother Tincture Q এবং Alfalfa Mother Tincture Q. 

শিশুর ক্ষুধামন্দার হোমিওপ্যাথি কম্পোজিশন
শিশুর ক্ষুধামন্দার হোমিওপ্যাথি কম্পোজিশন

এই তিনটি হোমিওপ্যাথি মাদার টিংচার ২০ এমএল (এটাই সবচেয়ে ছোট সিল্ড ফাইল) অর্ডার করুন। তারপর ১০০ এমএল ফাঁকা বোতল নিবেন। তাতে এই তিনটি ওষুধ মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিবেন। 

তৈরি হয়ে গেল শিশুদের একটি হোমিওপ্যাথি টনিক কম্পোজিশন। 

দাম

Chelidonium Mother Tincture Q/Class-C: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-52.

Avena Sativa Mother Tincture Q/Chelidonium-C: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-53.

Alfalfa Mother Tincture Q/Class-A: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-54.

সেবনবিধি

ওষুধটি ৫ বছরের নিচে শিশুদের ৭ ফোঁটা করে দুই চামচ বা ১০ এমএল পানিতে মিশিয়ে দিনে দুবার খাওয়াতে হবে। খাবার আধঘণ্টা পর খাওয়াতে হবে। সকালে ও রাতে খাওয়াতে হবে।


Nux Vomica 200 যদি খাওয়ান তাহলে এই ওষুটি খাওয়ার ১০ মিনিট পর খাওয়াবেন। 

৫ বছরের বেশি যাদের বয়স তারা দুই চামচ বা ১০ এমএল পানিতে ১০ ফোঁটা মিশিয়ে দিরে দুবার খাবে। খাওয়ার আধঘণ্টা পর খাবে। 

আর Nux Vomica 200 যদি খাওয়ান তাহলে এই ওষুটি খাওয়ার ১০ মিনিট পর খাওয়াবেন।

:একটি কার্যকর বায়োকেমিক ওষুধ Five Phos 6x:

এই ওষুধটি ৩টি করে ট্যাবলেট দিনে তিনবার হালকা গরম পানিসহ খাওয়াতে হবে। খাবার আধঘণ্টা পর খাওয়াতে হবে। 

শিশুর ক্ষুধমন্দার হোমিওপ্যাথি ওষুধ
শিশুর ক্ষুধমন্দার হোমিওপ্যাথি ওষুধ five-phos-6x

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার ব্যবহার করুন। CODE-55.

যদি Nux Vomica 200 খাওয়ান তাহলে এই ওষুটি খাওয়ার ১০ মিনিট পর খাওয়াবেন।

:শেষ কথা:

এই ওষুধগুলো যদি বাচ্চাদের ঠিকঠাকভাবে খাওয়ান আর ক্ষুধা ঠিক থাকলে তার স্বাস্থ্য হতে শুরু করবে। ওজন বৃদ্ধি পাবে। 

আর এর সাথে সাথে বাচ্চাদের যখন দাঁত গজাতে থাকে তখন বাচ্চাদের মধ্যে যেসমস্ত রোগ হয় যেমন পাতলা পায়খানা, পেটের গন্ডগোল এবং ক্যালসিয়ামের অভাব সেই সমস্ত অভাব এই ওষুধগুলো খেলে দূর হবে। 

এই ওষুধগুলোর মধ্যে যে হোমিওপ্যাথি মিকচার ওষুধের কথা বলেছি সেটি তিনমাস পর্যন্ত খেতে পারবে তার বেশি খেতে পারবে না। আর বাকি ওষুধগুলো ছয়মাস পর্যন্ত খেতে পারবে। 

হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, টক, কফি খেতে পাবেন না উগ্র পারফিউম ব্যাবহার করবেন না।



এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।