কোমরের ব্যথা কটি বাত, পিঠের ব্যথা, ব্যাকপেইন, লোয়ার ব্যাকপেইনের কারণ ও এর কার্যকর হোমিওপ্যাথি চিকিৎসা বা ওষুধ সম্বন্ধে আলোচনা করব। 

কোমর ও পিঠের ব্যাথা দূর করার হোমিওপ্যাথি ওষুধ
কোমর ও পিঠের ব্যাথা দূর করার হোমিওপ্যাথি ওষুধ 

কারণ

এসব ব্যথার নানা কারণ  রয়েছে যার মধ্যে যে সমস্ত কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আমাদের যে মেরুদণ্ড রয়েছে তার ডিস্কের ক্ষয় বা বৃদ্ধি। এই ডিস্কগুলোর ক্ষয় বা বৃদ্ধির কারণে কটিবাত বা পিঠের ব্যথা হয়ে থাকে। 

দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো সায়টিক যে নার্ভ রয়েছে সেই নার্ভের উপর আমাদের যে স্পাইনাল কর্ডের ডিস্কগুলো রয়েছে তাতে চেপে যাওয়া। 


কোমরের ব্যথার তৃতীয় কারণ হলো প্রস্রাবের গন্ডগোল অর্থাৎ কিডনির প্রবলেম আর লিভারের প্রবলেম। এর ফলেও আমাদের মাজার ব্যথা হয়। 


কোমরের ব্যথার যে চতুর্থ কারণ সেটি হচ্ছে মহিলাদের জরায়ুর সমস্যা। জরায়ুর বা ডিম্বাশয়ের যদি প্রবলেম তাকে তাহলে কোমরে ব্যথা হয়। 


পঞ্চম যে কারণ সেটি হলো আঘাত লাগা। আমাদের স্পাইনাল কর্ডে বা মেরুদণ্ডে যদি আঘাত লাগে বা পিঠে যদি আঘাত লাগে এই আঘাত লাগার ফলেও অঅমাদের কটিবাত হয় বা কোমরে ব্যথা হয়। 


মোটামুটি এই সমস্ত কারণেই আমাদের পিঠে ব্যথা আর কোমরে ব্যথা হয়। 


: কার্যকর হোমিওপ্যাথি ওষুধ :


ADEL-39:


প্রথমেই জার্মানির কম্বিনেশন ওষুধ সম্পর্কে বলব। এটি হচ্ছে ADEL - 39. এই ওষুধটি কোমরে ব্যথা বা পিঠে ব্যথা এবং এর সাথে সাথে সায়টিকা রোগের ক্ষেত্রেও খুব কার্যকর একটি ওষুধ। এই ওষুধটি জার্মানি থেকে আমদানি করা হয়। এটি খুবই কার্যকর একটি ওষুধ। 


ওষুধটি খুললেই একটি ব্যবহারবিধির কাগজ দেখতে পাবো। এটি ২০ মিলির একটি ওষুধ। এর মধ্যে যেসমস্ত ওষুধ রয়েছে সেগুলো হলো Arnica montana 6x, Bryonia cretica 6x, Colchicum autumnale 4x, Solanum dulcamara 4x, Guajacum 6x, Gnaphalium obtusifolium 4x, Lachnanthes tinctoria 4x, Taraxacum officinalis 4x, Rhus toxicodendron 8x.


Arnica montana 6x: এটি আঘাত লাগার কারণে ব্যথা ও অন্যান্য ব্যথার ক্ষেত্রে কার্যকর। 


Bryonia cretica 6x: নড়াচড়াতে যদি ব্যাথা বাড়ে এবং কোষ্ঠকাঠিন্যের জন্য যদি ব্যাথা বাড়ে তাতে এই ওষুধুটি কার্যকর। 


Colchicum autumnale 4x: পেটের গন্ডগোল বা অন্য কারণে যদি ব্যথা হয় তাহলে এই ওষুধটি খুব কার্যকর। 


Solanum dulcamara 4x: এই ওষুধটি স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে যদি ব্যথা হয় তাহলে কার্যকর একটা ওষুধ। 


Guajacum 6x: এটাও গেটে বাত ও ব্যথার জন্য একটি কার্যকর ওষুধ।


Gnaphalium obtusifolium 4x: এটাও খুব কার্যকর একটি ওষুধ। সায়াটিকা এবং নিম্ন পিঠের ব্যথার বিরুদ্ধে কার্যকর। বাহু, পা এবং পায়ের গোড়ালির মধ্যে ছিঁড়ে যাওয়ার ব্যথা উপশম করে। 


Lachnanthes tinctoria 4x: এটি স্পাইনাল কর্ডের একটি ভাল ওষুধ। 


Taraxacum officinalis 4x: এটাও একটি  ব্যথার ভাল ওষুধ। 


Rhus toxicodendron 8x: এটি পেইন কিলার হিসেবে প্রায়ই আমরা ব্যবহার করে থাকি। 


এই সমস্ত ওষুধ দিয়ে ADEL - 39 তৈরি করা হয়েছে। 

কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ
কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Adel-39

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-70.

:সেবনবিধি:


এই ওষুধটি আধাকাপ পানিতে ২০ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন। সকাল, দুপুর ও রাতে খাবেন। 


এর সাথে আরও তিনটি ওষুধ খেতে হবে যেগুলো আপনার লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 


Colocynthis Mother Tincture Q / Class-D: ৩০ এমএল মতো কিনে নিবেন। এটি লক্ষণ হলে আপনার যেখানে ব্যথা করবে সেখানে চাপ দিলেই আরাম হবে। চেপে ধরলেই আরাম হবে। 


যদি এই রকম লক্ষণ হয় যে ব্যথা করছে চাপ দিলেই আরাম হচ্ছে তাহলে আপনি এই ওষুধটি দিনে তিনবার ১৫ ফোঁটা করে আধাকাপ পানিতে মিশিয়ে খাবেন। খাবার আধঘণ্টা আগে খাবেন। 

কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ
কোমর ও পিঠের ব্যাথা দূর করার হোমিওপ্যাথি ওষুধ Colocynthis Mother Tincture Q

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-71.


Berberis Vul Mother Tincture Q / Class-D: ৩০ এমএল কিনে নিবেন। এটির লক্ষণ হচ্ছে আপনার কিডনি, লিভার, পিত্তাশয়ে সমস্যা থাকে, প্রস্রাবের গন্ডগোল থাকে তাতে যদি আপনার মাজা বা পিঠে ব্যথা হয় তাহলে এটি খুবই কার্যকর একটি ওষুধ। 

কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ
 কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Berberis Vul Mother Tincture Q

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-72.


এটি দিনে তিনবার খাবেন। ১৫ ফোঁটা আধাকাপ পানিসহ। খাবার আধঘণ্টা পরে খাবেন। 


Cimicifuga R 30:এই ওষুধটিও ৩০ এমএল মতো হোমিওপ্যাথির দোকান থেকে কিনে নিবেন। এটি দিনে তিনবার। খাবারের আধঘণ্টা আগে খাবেন। তিন ফোঁটা করে জিভে দিয়ে খাবেন। 

কোমর ও পিঠের ব্যাথার করার হোমিওপ্যাথি ওষুধ
কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Cimicifuga R 30

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-73.


ওই ওষুধটির লক্ষণ হচ্ছে কোমারে ব্যথা বা পিঠে ব্যথায় অস্থিরতা থাকবে, অনিদ্রা থাকবে। মানে ব্যথা এমন হবে যে ঘুম আসবে না ছটফট ছটফট করবে রোগী। এমন লক্ষণ যদি থাকে তাহলে এই ওষুধটি প্রযোজ্য। 


Calcarea Flour 6X: সবশেষে একটি কার্যকর বায়োকেমিক ওষুধের কথা বলি যেটি কোমারের ব্যথা বা পিঠের ব্যথায় খুব কার্যকর একটি ওষুধ। সেটি হচ্ছে Calcarea Flour 6X.২৫ গ্রাম মতো ট্যাবলেটটি কিনে নিবেন। 


এটি দিনে তিনবার চারটি করে ট্যাবলেট গরমপানিসহ খাবেন। তাহলে আরাম পেয়ে যাবেন।

কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ
কোমর ও পিঠের ব্যাথার হোমিওপ্যাথি ওষুধ Calcarea Flour 6X

>দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-74.


এই ওষুধগুলো যদি ব্যবহার করেন তাহলে দুই থেকে তিনদের মধ্যে আরাম পাবেন। ওষুধগুলো আপনার রোগ অনুযায়ী তিন থেকে ছয়মাস খেতে হবে। 


আশা করি এই ওষুধগুলো আপনাদের কোমরে ব্যথা ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে।


হোমিওপ্যাথি ওষুধ খেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, টক, কফি, খেতে পাবেন না। উগ্র পারফিউম ব্যাবহার করবেন না।



এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।