রাইনাইটিস বা নাকের এলার্জির নানা কারণ রয়েছে। কারণ অনুযায়ী এটিকে ডাস্ট এলার্জি, কোল্ড এলার্জিও বলা হয়ে থাকে। 

নাকের এলার্জি দূর করার হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জি দূর করার হোমিওপ্যাথি ওষুধ 

কারণসমূহ


১. ধূলাবালি নাকের মধ্যে গেলে। 


২. বংশগত কারণে


৩. আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ঠাণ্ডা লাগলে। 


৪.  দূষিত বায়ুতে শ্বাসপ্রশ্বাস নেওয়ার ফলে


৫. ধোঁয়া নাকে ঢুকলে


৬. বেগুন, ডিম, ইলিশ মাছসহ যেসব খাবারে এলার্জি রয়েছে সেগুলো খেলে 


৭. নাকে ইনফেকশন বা সংক্রমণ হলেও এলার্জি হয়। 



লক্ষণ


১. নাক দিয়ে কাঁচাপানি বের হতে থাকবে। 


২. বারবার হাঁচি হবে।


৩. অনেক সময় নাক বন্ধ হয়ে যাবে। 


৪. নাক চুলকাবে।


৫. কাশি হবে।

 

৬. মাথা ব্যাথ করবে।  


৭. চোখ দিয়ে পানি বের হবে। 


৮. চোখ চুলকাবে। 


Adel 20: 


ওষুধটি জার্মানীতে তৈরি।

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ ADEL 20

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-08

টির মধ্যে যেসমস্ত ওষুধ মেশানো রয়েছে তাহলো-


Ailanthus glandulosa: ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। 


Comocladia: এটি চোখের জ্বলন, চোখের চুলকানি, চামড়ার জ্বলন ও চুলকানি প্রতিরোধ করতে সাহায্য করে। 


Euphrasia: চোখের জ্বলন, চোখ দিয়ে পানিপড়া, নাক দিয়ে পানিপড়া প্রতিরোধ করতে সাহায্য করে। 


Gratiola: পেটের গন্ডোগোলের ফলে যদি এলার্জি হয়ে থাকে তাহলে তা দূর করতে সাহায্য করে। 


Juglans: চামড়ার এলার্জি দূর করতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। 


Okoubaka aubrevillei: ফ্লু, ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। এবং এর ফলে যদি এলার্জি হয়ে থাকে, চামড়ার চুলকানি হয়ে থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে। 


Sarsaparilla: শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এলার্জি নিয়ন্ত্রণ করতে সাহয্য করে। সাইনোসাইটিসের জন্যও এটি কার্যকর। 


Taraxacum: এটি লিভার, গলব্লাডার ও কিডনির কাজকে সক্রিয় করে দিয়ে শরীরের বিষাক্ত পদার্থকে বের করে এলার্জি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।


সেবনবিধি


বড়রা একটি কাপের চার ভাগের একভাগ পানি নিয়ে তাতে ২০ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।


আর ছোটরা কাপের চার ভাগের একভাগ পানি নিয়ে তাতে ১০ ফোঁটা করে দিয়ে দিনে তিনবার খাবেন। খাবার আধগণ্টা আগে খাবেন। সকালে, দুপুরে ও রাতে খাবেন। 


বায়োকেমিক ওষুধ BC-5

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জি দূর করার হোমিওপ্যাথি ওষুধ BC 5

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। (CODE-09)

BC 5. এই ওষুধটিতে যেসমস্ত ওষুধ মেশানো রয়েছে তাহলো- 


Ferrum Phosphoricum: আবাহওয়ার পরিবর্তনজনিত কারণে যদি ঠাণ্ডা লেগে এলার্জি হয় তার ক্ষেত্রে খুবই কার্যকর। এটিতে মাথাব্যাথা, জ্বর, যদি চোখ ও নাক দিয়ে পানি ঝরে তাহলে তা নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর। 


Kalium Muriaticum: এটি সর্দি ও এলার্জির জন্য খুব কার্যকর। 


Natrum Muriaticum: যদি কাঁচা পানি নাক দিয়ে ঝরে, চোখ দিয়ে ঝরে, নাকচোখ চুলকায় সেক্সেত্রে এটি খুব কার্যকর। 


Kalium Sulphuricum: এটি এলার্জির ক্ষেত্রে খুবই কার্যকর একটি ওষুধ। 


সেবনবিধি


বড়রা চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন। খাওয়ার আধঘণ্টা পর খাবেন। চিবিয়ে বা চুষে খাবেন। হালকা গরমপানিসহ খাবেন। 


ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা পর খাবেন। চিবিয়ে বা চুষে খাবেন। হালকা গরম পানিসহ খাবেন। 


লক্ষণ অনুাযয়ী ওষুধ


Allium Cepa 30: 

চোখ-নাক দিয়ে যদি অনবরত কাঁচা পানি ঝরে এবং  বারবার হাঁচি হয় সেক্ষেত্রে যে ওষুধ খাবেন সেটি হচ্ছে Allium Cepa 30

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ allium cepa 30

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-10

এটি বড়রা তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা পর খাবেন। 


যদি BC 5 খান তার ১০ মিনিট পর খাবেন। 


Sulphur 30:  

যদি চর্মরোগ থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে আপনি খাবেন Sulphur 30. এটি প্রতিদিন সকালে তিনফোঁঁটা করে জিভে দিয়ে একবার খাবেন। 

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জি দূর করার হোমিওপ্যাথি ওষুধ sulphur 30

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন।
CODE-11

Calcarea Carbonica 30:


যদি আপনার চর্মরোগ থাকে, আপনার চেহারা থলথলে থাকে, আপনি যদি ফর্সা হন তাহলে যদি আপনার এলার্জি থাকে তাহলে খাবেন Calcarea Carbonica 30. 

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ calcarea carbonica 30

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-12

এটি তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে দুবার খাবেন। সকালে ও বিকালে খাবেন। 


যদি BC 5  খান তার ৩০ মিনিট পর খাবেন। 


ছোটরা যদি খায় তাহলে একচামচ পানিতে একফোঁটা করে দিনে দুবার খাবে। খাবার আধগণ্টা পর খাবে। সকালে একবার, বিকালে একবার।যদি BC 5 খান তার ১০ মিনিট পর খাবেন। 


Kali Bichromicum 30 


নাকের এলার্জি ও কোল্ড এলার্জির ক্ষেত্রে যদি আপনার কফ ওঠে, কাশি থাকে এবং তার সাথে যদি চ্যাটচেটে কফ ওঠে তাহলে Kali Bichromicum 30 খেতে হবে। 

নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ
নাকের এলার্জির হোমিওপ্যাথি ওষুধ kali bichromicum 30

দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। CODE-13.

এটি বড়রা তিনফোঁটা করে জিভে দিয়ে দিনে তিনবার খাবেন। খাওয়ার আধঘণ্টা পর খাবেন। 


যদি BC 5 খান তার ১০ মিনিট পর খাবেন। 


ছোটরা একফোঁটা করে একচামচ পানিতে দিয়ে দিনে তিনবার খাবেন। খাওয়ার আধগণ্টা পর খাবেন। BC 5 খান তার ১০ মিনিট পর খাবেন।


সিদ্ধান্ত

যতগুলো ওষুধের কথা বলা হলো তার মধ্যে Adel 20 ও BC 5  অবশ্যই খাবেন। আর যদি মনে হয় এর সাথে একটি লক্ষণ অনুাযয়ী খাবেন তবে অবশ্যই খেতে পারেন। 




এই পোস্টের কনটেন্ট ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার মুহাম্মদ রাযা কাদেরীর মতামত। তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।