দুটি ট্যাবলেট রাতে ১ বার, সকালে পায়খানা পরিষ্কার
কোষ্ঠকাঠিন্য অধিকাংশ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এই রোগটি যদি কারও হয়ে থাকে তাহলে এই রোগের মাধ্যমে আরও নতুন নতুন রোগ শুরু হয়।
পায়খানা পরিষ্কার করার হোমিওপ্যাথি ওষুধ |
১. খাবারে গন্ডগোল। ঠিকমতো আঁশযুক্ত খাবার যেমন ফল, শাকসবজি, রুটি ইত্যাদি না খাওয়া, সময়তো না খাওয়া, মসলাদার-চর্বি জাতীয়-তেলে ভাজা খাবার বেশি খাওয়া ইত্যাদি খাবারে অনিয়মের ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।
২. ঠিকমতো পানি না খাওয়া অর্থাৎ যদি কেউ অল্প পরিমাণ পানি পান করে তাহলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে।
৩. অলসতার কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি ঠিকমতো পরিশ্রম না করে, ব্যায়াম না করে, আর আরামে জীবনযাপন করে তাহলে তার কোষ্ঠাকাঠিন্য রোগটি হয়ে থাকে।
৪. কিছু অ্যালোপ্যাথি মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন অ্যালোপ্যাথির কিছু ব্যাথার মেডিসিন, ক্যালসিয়াম ইত্যাদি খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য রোগটি হয়ে থাকে।
৫. কিছু রোগ থাকলে যেমন আইবিএস থাকলে কোষ্ঠকাঠিন্য হয়। সার্জারি করা হলেও কোষ্ঠকাঠিন্য হয়। গর্ভবতী মহিলার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে।
৬. এছাড়াও বয়স্ক মানুষদের মধ্যে কোষ্ঠকাঠিন্য রোগটি লক্ষ করা যায়।
লক্ষণসমূহ
১. কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা পরিষ্কার হয় না, পেট ভার হয়ে থাকে।
২. প্রতিদিন পায়খানা হয়না। মনে হয় যেন পায়খানা পেটে থেকেই গেছে।
৩. পেটে ব্যাথা করে, পেট ভার হয়ে থাকে। পেট ফুলে থাকে।
৪. ক্ষুধামন্দা বা খাবারে অরুচি দেখা দেয়। ক্ষুধা লাগে না
৫. দুর্বলতা লক্ষ্য করা যায়।
৬. মাথা ব্যাথা হয়, ঘুম ঠিকঠাক হয়না।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
ওষুধটি হলো ব্যাকসন কোম্পানির Y-LAX. এটি ভারতের তৈরি। এটি দুই পরিমাণে পাওয়া যায়। একটি বোতলে আছে ৩৫০টি ট্যাবলেট। অন্যটিতে আছে ৭৫টি ট্যাবলেট।
কোষ্ঠকাঠিন্যের কার্যকর হোমিওপ্যাথি ওষুধ Y-LAX |
দাম: দাম জানতে এখানে ক্লিক করুন। অর্ডার করতে কোড নাম্বার উল্লেখ করুন। (CODE-04)।
ওষুধটিতে কি কি হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে
Phenolphthalein 1x: খুবই আনকমন একটি মেডিসিন যেটা কোষ্ঠকাঠিন্যের জন্যখুবই কার্যকর।
Senna 1x: এটিও কোষ্ঠকাঠিন্যের জন্য কার্যকর একটি হোমিওপ্যাথি ওষুধ। এটি কৃমির ক্ষেত্রেও খুব কার্যকর একটি ওষুধ।
Sulphur 1x: কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই কার্যকর একটি হোমিওপ্যাতি ওষুধ।
এইসমস্ত হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ব্যাকসনের Y-LAX ট্যাবলেটটি তৈরি করা হয়েছে।
সেবনবিধি
বড়রা দুটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে চিবিয়ে/চুষে খাবেন। এককাপ গরম পানিসহ খাবেন।
ছোটরা একটি করে ট্যাবলেট রাতে চিবিয়ে/চুষে খাবে। হাফকাপ গরম পানিসহ খাবে।
এভাবে যদি ট্যাবলেটটি আপনারা খান তাহলে প্রথমদিন থেকেই আপনাদের পায়খানা পরিষ্কার হতে শুরু হবে।
এভাবে যদি খান তাহলে কারও এক সপ্তাহের মধ্যে, কারও এক মাসের মধ্যে কারও, তিনমাসের মধ্যে কোষ্ঠকাঠিন্য রোগটি ভালো হয়ে যাবে।
তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি আপনারদের ডায়ারিয়া বা পাতলা পায়খানা হয়ে যায় তখন আপনারা এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ করে দিবেন।
আরেকটি জিনিস আপনাদের মনে রাখতে হবে যখন আপনাদের কোষ্ঠকাঠিন্য ভাল হয়ে যাবে তখন খাবার ঠিক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। অর্থাৎ যেসমস্ত কারণে কোষ্ঠকাঠিন্য হয় সেসমস্ত কারণ থেকে দূরে থাকতে হবে।