মহিলাদের স্তনের পরিপুষ্টতা ও সাইজ ঠিক করার হোমিওপ্যাথি ওষুধ
মহিলাদের স্তনের পরিপুষ্টতা বা মহিলাদের স্তনের সাইজ বাড়ানোর কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এখন কথা বলা হবে।
![]() |
মহিলাদের স্তনের সাইজ ঠিক করার হোমিওপ্যাথি ওষুধ |
মহিলাদের স্তনের সাইজ ঠিকঠাক না হওয়ার নানা কারণ রয়েছে। যেমন শারিরীক দুর্বলতা, বিভিন্ন ধরনের জটিল রোগে ভোগা, শরীরের ফিমেল সেক্সুয়াল হরমোন ঠিকমতো ক্ষরণ না হওয়া প্রভৃতি কারণে মহিলাদের স্তনের পরিপুষ্টতা কম থাকে বা সাইজ ঠিকঠাক হয় না।
Sabal Serrulata Q/ Class-D
স্তনের সাইজ ঠিকঠাক করা বা পরিপুষ্টতা আনার ক্ষেত্রে কার্যকর হোমিওপ্যাথি ওষুধ হলো Sabal Serrulata Q. এই ওষুধটি দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে। বাহ্যিক প্রয়োগ হয়ে থাকে এবং ওরাল ড্রপ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
![]() |
মহিলাদের স্তনের সাইজ ঠিক করার হোমিওপ্যাথি ওষুধ sabal serrulata q |
যেসমস্ত মহিলার স্তনের পরিপুষ্টতা কম, যাদের স্তন লুজ হয়ে যায় বা ঝুলে যায়, যেসমস্ত মহিলার স্তন শুকিয়ে যায় দেখে মনে হয় বয়স্ক মহিলাদের স্তনের মতো, যেসমস্ত মহিলঅর স্তনের সাইজ খুব ছোট তাদের জন্য এই ওষুধ কার্যকর। এছাড়াও এই ওষুধ মহিলাদের ডিম্বাশয় বৃদ্ধি, জরায়ুর ক্সেত্রেও কাজ করে। এটি মহিলাদের জন্য খুব কার্যকর একটি ওষুধ।
সেবনবিধি
ওষুধটি সবচেয়ে ছোট সিল্ড ফাইল অর্ডার করুন। দুইভাবে ব্যবহার করতে পারেন। ওরাল ড্রপ হিসেবে এবং বাহ্যিক প্রয়োগ করতে হবে।
ওরাল ড্রপ হিসেবে এটি ১৫ ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে। আধাকাপ পানিসহ খেতে হবে। খাওয়ার আধঘন্টা আগে খেতে হবে।
এটি বাহ্যিক প্রয়োগের জন্য আপনার প্রয়োজনমতো সমপরিমাণ নারকেল তেল নিতে হবে। নারকেল তেল অবশ্যই বিশুদ্ধ হতে হবে। এই বিশুদ্ধ নারকেল তেলের সাথে ওষুধটি মিশিয়ে রাতে একবার করে স্তনে মেসেজ করতে হবে। মেসেজ করার পর টাইট জামা পড়ে ঘুমিয়ে যেতে হবে।
ALFALFA TONIC
এর সাথে আপনাকে আরেকটি হোমিও ওষুধ খেতে হবে তা হচেছ ALFALFA TONIC. যেকোনো ভাল কোম্পানির ওষুধ খেতে হবে।
![]() |
মহিলাদের স্তনের সাইজ ঠিক করার হোমিওপ্যাথি ওষুধ Alfalfa Tonic |
এটি দিনে তিনবার খেতে হবে। খাবার আধঘণ্টা পর দুই চামচ করে খেতে হবে।
এর সাথে আপনাকে প্রতিদিনি দুটি করে ডিমসিদ্ধ খেতে হবে।
এভাবে ওষুধ খেলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।