অনেক নারী-পুরুষকেই দেখা যায় খুব শুকনা ওজন কম থাকে দুর্বল থাকে মানসিক দুর্বলতাও থাকে। 

ওজন বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ


নানা কারণে এমনটা হয়

 > খাবার ঠিকঠাক না খেলে, খাবার হজম না হলে ওজন কমতে থাকে যেমন ক্ষুধামন্দা, ঠিকমতো খাবার না খাওয়া, গ্যাস হওয়া ইত্যাদি কারণে ওজন বাড়ে না

 >মানসিক সমস্যার কারণেও ওজন বাড়ে না বিষন্নতা, টেনশন ইত্যাদি কারণে ওজন বাড়ে না

 >ঘুম না হলেও ওজন বাড়ে না

 >অত্যধিক পরশ্রম করে পর্যাপ্ত খাবার না খেলে ওজন বাড়ে না

 > কিছু রোগের কারণে যেমন ডায়বেটিস, এনিমিয়া, ধাতু দুর্বলতা, মহিলাদের সাদাস্রাব ইত্যাদি কারণে ওজন বাড়ে না

 ওজন না বাড়ার কারণে মাথা ঘোরে, হাত-পা জ্বালা করে, মেজাজ খিটখিটে হয়ে যায়ে রক্তচাপ কমে যায়

 

হোমিওপ্যাথি ওষুধ

 

>Alfalfa Mother Tincture Q

 >Sabal Serrulata Mother Tincture Q

 >Carica Papaya Mother Tincture Q

উপরের তিনটি মাদার টিংচার হোমিওপ্যাথি ওষুধ ২০ এমএল করে অর্ডার করুন তারপর একটা ১০০ এমএলের একটি কাচেঁর বোতলে  মিশিয়ে নিবেন ১০ বার ভালভাবে ঝাঁকিয়ে নিবেনতৈরিঁ হয়ে গেল মোটা হওয়ার ওষুধ

 সেবনবিধি

 >বড়রা আধা কাপ পানিতে ৩০ ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবেন খাবর আধঘণ্টা আগে খাবেন

 >ছোটরা ১৫ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে তিনবার খাবে খাবার আধঘণ্টা আগে খাবে

 বায়োকেমিক ওষুধ

 > Five Phos 6x. সিলপ্যাক অর্ডার করুন

 > বড়রা ৫টি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন হালকা গরম পানিসহ খাবেন খাবর আধঘণ্টা পর খাবেন

>ছোটরা তিনটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবে হালকা গরম পানিসহ খাবে খাবার আধঘন্টা পর খাবে

 শেষ কথা

একমাস খেলেই আপনি ওজনের বৃদ্ধি লক্ষ্য করতে পারবেন থেকে  মাস পর্যন্ত খেতে হবে  শরীরর ওজন যে যেতটা বৃদ্ধি করতে  চান সেই অনুযায়ী ওষুধ খাবেন