চুল নারী-পুরুষের সৌন্দর্য। এই চুল যদি উঠে যায় তাহলে সৌন্দর্ হানী ঘটে। বয়স্ক দেখায়। নানা কারণে চুল উঠে যায়। যেমন বিভিন্ন ধরনের দুর্লতা, টাইফয়েড এবং বড় ধরনের কোনো রোগ। এই সমস্ত কারণে চুল উঠে যায়।

চুলের যাবতীয় সমস্যার ৩টি শ্রেষ্ঠ হোমিওপ্যাথি চুলের তেল
চুলের যাবতীয় সমস্যার ৩টি শ্রেষ্ঠ হোমিওপ্যাথি চুলের তেল


আমাদের পর্বেক্ষণ অনুযায়ী তিনটা হোমিওপ্যাথি টপ হেয়ার অয়েল বা হেয়ার ভিটালাইজার নিয়ে আলোচনা করব।

Arnica Hair Oil

Arnica Hair Oil


প্রথমেই Arnica Hair Oil নিয়ে কথা বলব। এই ওষুধটি চুলপড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে খুব কার্যকর। তেলটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো আছে সেগুলো লেভেলের গায়ে উল্লেখ করা আছে।

ব্যবহারবিধি

প্রতিদিন গোসল করার পর চুলে লাগাবেন। মাথার তালুতে ও চুলের গোড়ায় গোড়ায় মেসেজ করবেন।

Jaborandi Hiar Oil

Jaborandi Hair Oil


চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলে অকালপক্কতা রোধ করে এবং চুল শক্ত করে।

তেলটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে  সে সম্পর্কে ভেতরে একটি কাগজে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্যাকেট খুলে ভেতর থেকে দেখেনিন।

Arnica Hair Oil এবং Jaborandi Hiar Oil এ একই ধরনের ওষুধ রয়েছে। কিন্তু  Arnica তে Shikakai  ওষুধটি বেশি রয়েছে।

ব্যবহারবিধি

Arnica Hair Oil যেভাবে ব্যবহার করার কথা বলেছিলাম সেভাবেই এটি ব্যবহার করবেন।

Organica Hair Vitaliser

Organica Hair Vitaliser

এখানে দুই ধরনের ওষুধ রয়েছে- একটি চুলে লাগানোর আরেকটি খাওয়ার। প্যাকেট খুললে দুইটা বোতল পাবেন। 

অকালপক্কাতা বা অল্প জায়গা জুড়ে কেশহীনতা বা চুল  উঠে যা্ওয়া যেটাকে বলা হয় অ্যালোপেসিয়া- এটিতেও কাজ করবে ওষুধটি। চুল পড়া রোধ করবে। 

চুলে রুক্ষতা দুর করবে, চুল গজাতে সাহায্য করবে। চুলকানি, খুশকি দুর করবে। ওষুধটি খুবই কার্যকর।  খাওয়ার এবং লাগানোর ওষুধও রয়েছে।

ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে।

 

ব্যবহারবিধি

গোসল করার ৩০ আগে চুলে লাগাতে হবে। চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে আর মাথার তালুতে হালকা হালকা করে মেসেজ করতে হবে। আধঘণ্টা পর গোসল করতে হবে।

খাবার ওষুধটি প্রতিদিন সকালে খাবারের আধঘণ্টা পর খেতে হবে। ১৫ ফোঁটা করে আধাকাপ পানিসহ খেতে হবে।

কোনটি আপনার জন্য প্রয়োজ্য?

যদি আপনার চুল বেশি উঠে তার সাথে যদি খুশকি থাকে তাহলে আপনি Arnica Hair Oil ব্যবহার করবেন।

যদি আপনার চুল গজায় কম আর চুল অকালপক্ক হয় তাহলে Jaborandi Hiar Oil  ব্যবহার করবেন।

অ্যালোপেসিয়াসহ অন্যান্য যাবতীয় সমস্যা, পেটের সমস্যার কারণে চুলের সমস্যাসহ চুলের যাবতীয় রোগের জন্য Organica Hair Vitaliser ব্যবহার করবেন।