ডায়াবেটিস রোগীদের নানা রকম দুর্বলতা থাকে শরীরে। এই দুর্বলতা দুর করার জন্য হোমিওপ্যাথি ওষুধ আছে। 

বাজারে দুর্বলতা দুর করার যেসব হোমিওপ্যাথি টনিক পাওয়া সেগুলোর বেশির ভাগের মধ্যেই সুগার থাকে। একারণে ডায়াবেটিস রোগীর খেতে পারে না। 

ডায়াবেটিস রোগীর দুর্বলতা দূর করার হোমিওপ্যাথি ওষুধ
ডায়াবেটিস রোগীর দুর্বলতা দূর করার হোমিওপ্যাথি ওষুধ

Alfalfa Tonic Sugar Free: 


দেখবেন লেখা আছে সুগার ফ্রি এবং স্পেশালি ফর্মুলেটেড ফর ডায়াবেটিস। এটি ডায়াবেটিস রোগীদের দুর্বলতা দূর করার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। 


ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো গায়ের উল্লেখ করা আছে। 

ডায়াবেটিস রোগীর দুর্বলতা দূর করার হোমিওপ্যাথি ওষুধ
ডায়াবেটিস রোগীর দুর্বলতা দূর করার হোমিওপ্যাথি ওষুধ

সেবনবিধি


বোতল খুললে কাপ দেওয়া আছে। ওষুধটি বড়রা আধাকাপ করে দিনে তিনবার খাবেন। খাবার আধঘণ্টা আগে হালকা পানিসহ খেতে হবে। 


ছোটরা কাপের চার ভাগের একভাগ খাবে। দিনে তিনবার খাবে। খাবার আধঘণ্টা আগে হালকা পানিসহ খাবে। 


নোট: যাদের সুগার বা ডায়াবেটিস নেই তারাও ওষুধটি খেতে পারবে।