সাধারণত মহিলাদের এটি খুব স্বাভাবিকভাবেই হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই এটি খুব কষ্টদায়ক হয়। ব্যথায় ছটফট করে। 

মহিলাদের মাসিকের ব্যথা থেকে মুক্তি
মহিলাদের মাসিকের ব্যথা থেকে মুক্তি



কারণ


>ব্লিডিং ঠিকমতো না হলে


>দলা দলা রক্ত বের হলে


>অত্যধিক রক্তক্ষরণ হলে


>জরায়ুতে টিউমার থাকলে


>জরায়ু বা পেলভিক অঞ্চলে ইনফেকশন হলে


লক্ষণ


>রোগী ছটফট করে। তলপেটে ব্যাথা করে। খিচে ধরে। 


>রোগী পেটে চাপ দিলে আরাম বোধ করে। 


>নড়াচড়া করতে গেলে যন্ত্রণা বৃদ্ধি পায়। 


>মাথা ব্যথা করে। 


>বমিভাব হয়। 


>মাথা ঘোরে। 


>ঘুম ঠিকঠাক হয় না। 


>পায়খানা পরিষ্কার হয় না বা অত্যধিক পাতলা পায়খানা হয়। 


কম্বিনেশন ওষুধ


R-28.  জার্মানির ড. রেকওয়েগ  কোম্পানির ওষুধ এটি।  অনেকগুলো হোমিওপ্যাথি  ওষুধের সংমিশ্রণে এটি  তৈরি করা হয়েছে। 


 কি কি ওষুধ মেশানো  আছে সেটি প্যাকেটের  গায়ে লেখা আছে। 


এটি উল্লিখিত লক্ষণ ছাড়াও  অনিয়মিত মাসিক বা মাসিক  বন্ধ হয়ে গেলেও কার্যকর। 


সেবনবিধি


১৫ ফোঁটা করে কাপের  চারভাগের এক ভাগ  পানিতে মিশিয়ে  সকাল, দুপুর ও রাতে  খেতে হবে। খাবার ৩০  মিনিট আগে বা পরে খেতে হবে। 


যন্ত্রণা বেশি হলে তিনবারের জায়গায় ৫ থেকে ৬ বার পর্যন্তও  খাওয়া যায়।  ব্যাথা কমে গেলে ওষুধের

 ডোজ কমিয়ে দিবেন।