পুরুষ ও মহিলাদের ঠোঁটের কোণে এক ধরনের সাদা ঘা হয়ে থাকে।  ব্যথা করে ও রক্ত পড়ে। এই সাদা ঘা বারবার হয়। সেরে যায়, আবার হয়।   

ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ


কারণসমূহ 


>মুখের লালা ঠোঁটের কোণে এসে জমা হয়।  জমা হয়ে লালা শুকিয়ে সেই জায়গাটা ফেটে যায৷ আর ফেটে যাওয়ার ফলে ঠোঁটের কোণে ঘা হয়ে যায়। 


>আরেকটি কারণ ফাংগাল ইনফেকশন।  


>এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলেও আমাদের ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে। 


>ভিটামিন বি এর অভাবের ফলেও এমনটি হয়ে থাকে।  


লক্ষণসমূহ 


>যেখানে ঘা হয় সেখানে সাদা হয়ে থাকে,  সাদা চামড়া উঠে।    


>রক্ত বেরিয়ে যায়, লাল হয়ে থাকে। 


>ব্যথা করে। 


>দুর্গন্ধ বের হয়। 


>চুলকানি হয়।  


>ফেটে যায়।  


কার্যকর হোমিওপ্যাথি ওষুধ 

ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
Condurango Q

Condurango Q: প্রথম ওষুধের নাম  Condurango Q. ঠোঁটের কোণের ঘা এর একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ।  


সেবনবিধি 


বড়রা ১৫ ফোঁটা ওষুধ আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুরে ও রাতে খাবেন।  খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।  


ছোটরা  ৫ ফোঁটা ওষুধ আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে।  খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 


Acid Nitricum 3x: ঠোঁটের কোণে ঘা এর আরেকটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ হলো Acid Nitricum 3x. এই ওষুধটি Condurango Q এর পাশাপাশি খেতে হবে।  

ঠোঁটের কোণে ঘা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
Acid Nitricum 3x


সেবনবিধি


>এটি বড়রা পাঁচ ফোঁটা করে এক চামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে  খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।  


ছোটরা দুই ফোঁটা করে এক চামচ পানিতে দিয়ে সকাল,  দুপুরে ও রাতে খাবে।  আমার ৩০ মিনিট আগে বা পরে খাবে।  


এই ওষুধ দুটি নিয়মিত খেলে এক সপ্তাহের মধ্যে আপনাদের ঠোঁটের কোণের ঘা ভালো হয়ে যাবে।