চুলের সব সমস্যার হোমিওপ্যাথি ওষুধ
বর্তমান সময়ে চুল পড়া, চুল ওঠা, টাক হয়ে যাওয়া, এলোপেসিয়া, প্রায় মানুষর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। চুল যদি উঠে যায়, টাক পড়ে যায় হঠাত কোনো জায়গায় চুল ফাঁকা হয়ে যায় এরকম হলে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
![]() |
চুলের সব সমস্যার হোমিওপ্যাথি ওষুধ |
দেখা যাবে আমরা যখন গোসল করব তখন চুলে হাত দিলে অনেকগুলো করে চুল আমরা হতে পাবো অথবা অমরা যখন মাথা চিরুনি দিয়ে আঁচড়াবো তখন চিরুনিতে অনেক চুল দেখতে পাবো।
কারণসমূহ
>বংশগত কারণ।
>হরমোনাল ইমব্যালান্সের কারণে
>শরীরে ডিএইচটি হরমোন বেড়ে গেলে
>শরীরে কোনো ইনফেকশন হলে
>অনেক সময় জ্বর হলেও এমনটা হয়।
>এলার্জি থাকলে
>সন্তান প্রসব করলেও চুল পড়ে
>পুরুষদের অতিরিক্ত ধাতুক্ষয় হলে
>মহিলাদের অতিরিক্ত সাদাস্রাব হলে
>মানসিক চাপের কারণে
>উচ্চ রক্তচাপের কারণে
>বিভিন্ন ওষুধের প্বার্শপ্রতিক্রিয়ায়
কার্যকর কম্বিনেশন হোমিওপ্যথি ওষুধ
এটি তৈরি করতে তিনটি হোমিওপ্যথি ওষুধ দরকার। এগুলো হলো-
১. Lycopodium 6
2. Wiesbaden 6
3. Acid Hydrofluoricum 6
![]() |
lycopodium 6 |
![]() |
Wiesbaden 6 |
![]() |
Acid Hydrofluoricum 6 |
এই তিনটি ওষুধ প্রতিটি ২০ এমএল করে নিয়ে ১০০ এমএলের একটি কাচের বোতলে ভাল মিশিয়ে নিবেন। তৈরি হয়ে গেল চুলের একটি কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ।
ব্যবহারবিধি
>বড়রা ১০ ফোঁটা করে কাপের চারভাগের এক ভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা ৫ ফোঁটা করে কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। কাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
selenium 3x: উল্লিখিত ওষুধের সঙ্গে selenium 3x ওষুধটিও খেতে হবে। এটির লক্ষণ হলো মাথা থেকে চুল পড়বে আর চুলে ব্যথা অনুভূত হবে। চুলকে টেনে ধরে এমন অনুভব লক্ষ্য করা যাবে।
![]() |
selenium 3x |
সেবনবিধি
>বড়রা দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা একটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
বায়োকেমিক ওষুধ
Kali Sulphurica 6X.: এক্সত্রে কার্যকর বায়োকেমিক ওষুধ হলো Kali Sulphurica 6X. যদি চুলে খুশকি থাকে, হলুদ ধরনের খুশকি বের হয় এবং তার সাথে যদি চুল পড়ে সেক্সেত্রে এটি খুবই কার্যকর।
![]() |
Kali Sulphurica 6X |
silicea 6x: এটির লক্ষ্ণন হলো মাথা চুলকাবে এবং চুল উঠবে।
![]() |
Silicea 6x |
সেবনবিধি
>বড়রা চারটি করে মোট আটটি ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। চুষে খাবে, পানিসহ খাবেন।
>ছোটরা দুটি করে মোট চারটি ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। চুষে খাবে, পানিসহ খাবেন।
এ ওষুধগুলো কন্টিনিউ তিনমাস খেতে হবে। তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।