দেখা যায় যে কারো ডিমে এলার্জি, কারো কারো মাংসতে এলার্জি, কারো দুধে এলার্জি, কারো ধূলাতে এলার্জি, কারো বাতাসে এলার্জি, করো ঠাণ্ডাতে এলার্জি–এমন আমরা দেখে থাকি অনেক ধরনের এলার্জি রয়েছে। 

সব ধরনের এলার্জির একটিমাত্র হোমিও ওষুধ
সব ধরনের এলার্জির একটিমাত্র হোমিও ওষুধ


এই এলার্জির ফলে মানুষ অনেক কষ্ট ভোগ করে। কারো কোল্ড এলার্জির ফলে নাকের সর্দি যেতে চায় না। চোখ-নাক চুলকায়। কারো খাবারের এলার্জির ফলে শ্বাসকষ্ট হয়। গায়ের এলার্জির ফলে চামড়া ফুলে ফুলে যায়। এই রকম লক্ষণ আমরা অনেক মানুষের মধ্যে লক্ষ্য করে থাকি। 


কারণ


>প্রথম কারণ ডাস্ট বা ধূলাবালি। বাড়ি বা বাইরে ধূলাবালি হতে পারে। 


>বিভিন্ন প্রকারের খাবারের ফলেও এলার্জি হয়ে থাকে। কাারো ডিমে, কারো বেগুনে, কারো চিংড়ি মাছে, মাংসে এলার্জি হয়। 


>পশুপাখির লোম, মরা চামড়া, খুশকির ফলেও এলার্জি হয়। 


>ফুলের পরাগ, তুলা ইত্যাদি থেকেও এলার্জি হতে পারে। 


>ওষুধ ও প্রসাধনীর ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এলার্জি হতে পারে।  


>ঠাণ্ডা লাগা বা আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এলার্জি হয়। ঠাণ্ডা পানি পান করলেও এলার্জি হতে পারে। 


লক্ষণসমূহ


>ঠাণ্ডা লেগে এলার্জি হলে নাক-চোখ দিয়ে পানি পড়ে, চুলকায়। অনবরত হাঁচি-কাশি হয়। 


>স্কিন এলার্জি যদি হয় তাহলে আমাদের চামড়া ফুলে যায়, পিপড়া কামড়িয়েছে এমন মনে হয়। বিছুটি স্পর্শ করেছে এমন মনে হয়। 


>শ্বাসকষ্ট হয়। ফুড, ডাস্ট ও কোল্ড এলার্জির মাধ্যমেও আমাদের শ্বাসকষ্ট হতে পারে। 


জার্মান হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন

সব ধরনের এলার্জির একটিমাত্র হোমিও ওষুধ
ADEL 20


ওষুধটির নাম ADEL 20. এটি জার্মান হোমিওপ্যাথিক কোম্পানি এডেল পেকানা তৈরি করে থাকে। সবধরনের এলার্জিতেই ওষুধটি কার্যকর। 


সেবনবিধি


>বড়রা ১৫ ফোঁটা করে কাপের চারভাগের এক ভাগ পানি দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।  


>ছোটরা সাত ফোঁটা করে কাপের চার ভাগের একভাগ পানি দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।