মাসিকে অল্প রক্তস্রাাব হলে ও ক্লিয়ার না হলে যে হোমিওপ্যাথি ওষুধ খাবেন
প্রায়ই আমরা মহিলাদের মধ্যে এই রোগটি দেখে থাকি। কোনো মহিলার পিরিয়ডের সময় নিয়মিত যেভাবে রক্তস্রাব হয় সেভাবে না হলে যদি স্বল্প রক্তস্রাব হয় , ঋতুস্রাব যদি দুইদিনের আগে বন্ধ হয়ে যায় অথবা অল্প অল্প করে ঋতুস্রাব ৭ দিন পর্যন্ত হচ্ছে তখন তাকে scanty menstruation বা স্বল্প রজস্রাব। স্বাভাবিক অবস্থা হলো তিন থেকে ৫ দিন বা কারো কারো ক্ষেত্রে সাত দিন হবে। স্বাভাবিক ব্রিডিং হবে।
![]() |
মাসিকে অল্প রক্তস্রাাব হলে ও ক্লিয়ার না হলে যে হোমিওপ্যাথি ওষুধ খাবেন |
>অল্প পরিমাণ ব্লিডিং হবে।
>অনেক দিন পর্যন্ত হালকা ব্লিডিং হবে।
>মাসিকের সময় যে রক্তপ্রবাহ থাকার দরকার সেটা লক্ষ্য করা যাবে না।
>নিয়মিত মাসিক হবে না।
> আবার দেখা যাবে অল্প অল্প করে ঋতুস্রাব কিন্তু ঘন ঘন হচ্ছে।একমাসের মধ্যেই দুইতিনবার হচ্ছে। কিন্তু অল্প করে।
কারণসমূহ
>প্রধান কারণ রক্তাল্পতা। অর্থাত যাদের রক্তাল্পতা রয়েছে তাদের এই রোগ হয়।
>অতিরিক্ত দুর্বলতা
>অল্পবয়সী হলে এটা লক্ষ্য করা যায়
>বেশি বয়স্কদেরও এই রোগ হয়ে থাকে।
>অতিরিক্ত মোটা মহিলাদের এটা লক্ষ্য করা যায়।
>ওজন খুব কম হলেও এটা হয়।
>গর্ভাবস্থায় এটা হয়ে থাকে।
>মহিলারা বাচ্চোদের দুধ পান করালেও কিছুক্ষেত্রে এটি হতে পারে।
>গর্ভনিরাধক ওষুধ ব্যবহারের কারণে।
>অতিরিক্ত মানসিক চাপের ফলে।
>পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণেও এটা হতে পারে।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
Ferrum Phosphoricum 6x এবং Natrum Mur 6X: বায়োকেমিক ওষুধ Ferrum Phosphoricum 6x. এর সাথে আরেকটি যে বায়োকেমিক মেডিসিন খেতে হবে সেটি হলো Natrum Mur 6X.
![]() |
Ferrum Phosphoricum 6x |
![]() |
Natrum Mur 6X |
সেবনবিধি
উল্লিখিত দুটি বায়োকেমিক মেডিসিন চারটি চারটি করে মোট আটটি ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
pulsatilla nigricans 30: ৩ ফোঁটা করে জিভে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
pulsatilla nigricans 30 |
এই তিনটি ওষুধ যদি খান তাহলেে একমাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন।