আমাদের নাকে, গালে ও কপালে এক ধরনের ফাঁপা হাড় থাকে। এই ফাঁপা হাড়কে বলা সাইনাস। কোনো কারণবশত যদি এই সাইনাসে ইনফ্লেমেশন বা প্রদাহ হয়, তাহলে সেটিকে বলা হয় সাইনোসাইটিস।

সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ
সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ


লক্ষণসমূহ

>নাক দিয়ে পানি পড়ে, সর্দি-কাশি হয়। 

>নাকে, গালে ও কপালে ব্যথা করে। 

>নাক বন্ধ হয়ে যায়।

>নাক দিয়ে কোনো গন্ধ পাওয়া যায় না।

>হাঁচি-কাশি হয়।

 

কারণসমূহ

>প্রথম কারণ নাকের মাংসবৃদ্ধি (নাসাল পলিপস)।

>নাকের হাড় বেঁকে যাওয়ায় সাইনোসাইটিস হয়। 

>সাইনাসে যদি টিউমারের মতো মাংস বৃদ্ধি হয়

>রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিকঠাক কাজ না করে

>শ্বাসযন্ত্রে বা সাইনাসে যদি ইনফেকশন হয়

 

জার্মান হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন

সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ
সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ

ওষুধটির নাম হলো R 49. এটি জার্মান কোম্পানি ড. রেকওয়েগের তৈরি ওষুধ। এই ওষুধটি সাইনোসাটিসের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। নতুন ও পুরাতন সবধরনের সাইনোসাইটিসের জন্যই ওষুধটি কার্যকর।

ওষুধটিতে যেসব হোমওিপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। দেখে নিবেন।

সেবনবিধি

>বড়রা ১৫ ফোঁটা করে কাপের চারভাগের এক ভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে হবে।

>ছোটরা ৭ ফোঁটা করে কাপের চার ভাগের এক ভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে হবে।

এভাবে যদি খান তাহলে আপনাদের সাইনোসাইটিস খুব তাাড়তাড়ি ভাল হয়ে যাবে।

 

বায়োকেমিক মেডিসিন

সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ
সাইনোসাইটিসের কষ্ট থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি ওষুধ

BC 5 বা Bio Combination 5.  এতে যে সমস্ত বায়োকেমিক মেডিসিন মেশনো রয়েছে সেগুলো প্যাকেটর গায়ে লেখা আছে।

সেবনবিধি

>বড়রা চারটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।

>ছোটরা দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার  ৩০ মিনিট আগে বা পরে খবে।

অন্য কোনো ওষুধ খেলে ১০ মিনিট গ্যাপ দিয়ে খাবেন।

 এভাবে ওষুধ খেলে সাইনোসাইটিস ৩ মাসের মধ্যে ভাল হয়ে যাবে।