পুরুষদের অতিরিক্ত ধাতুক্ষয়ের ফলে নার্ভের দুর্বলতার হোমিওপ্যাথি ওষুধ
পুরুষদের মধ্যে অত্যধিক হস্তমৈথুনের ফলে,স্বপ্নদোষের ফলে অত্যধিক সহবাসের ফলে বা যেকোনো কারণে যদি তার অত্যধিক ধাতুক্ষয় হয় তার ফলে যদি যৌনাঙ্গের শিথিলতা দেখা যায়, জ্বালা করে, যৌনাঙ্গ যখন শক্ত হয় তখন ব্যথা করে– এমন লক্ষণ আমরা রোগীদের মধ্যে প্রায়ই দেখে থাকি। এসব থেকে মুক্তি পেতে একটি কার্যকর হোমিওপ্যথি ওষুধ নিয়ে অজকের পোস্ট/ভিডিওতে আলোচনা করব।
পুরুষদের অতিরিক্ত ধাতুক্ষয়ের ফলে নার্ভের দুর্বলতার হোমিওপ্যাথি ওষুধ |
ওষুধ টির নাম হলো Lupulus humulus Q. ওষুধটি একধরনের শাকসবজি থেকে তৈরি। যেসব লক্ষণে ওষুধটি ব্যবহার করব সেগুলো হলো-
Lupulus humulus Q |
>অত্যধিক হস্মমৈথুন, স্বপ্নদোষ বা সহবাস করার কারণে নার্ভের দুর্বলতা ও যৌনাঙ্গের শিথিলতা হলে।
>নার্ভের শিথিলতা লক্ষ্য করলে।
>দুর্বলতার কারণে বমি বমি ভাব, ঘুম ঘুম ভাব, মাথা ধরা, বা মাথাঘোরার ক্ষেত্রে।
>মুত্রত্যাগে জ্বালা করলে।
>মাংসপেশীতে টানটান ভাব অনুভূত হলে বা মোচরানোর মতো অনুভূতি হলে।
>নার্ভের কারণে হাত-পা কাঁপলে।
>মদপানকারীদের ঘুম ঠিকঠাক না হলে এবং প্রলাপ বকলে।
>মাথা ঘুরলে, প্রচুর ঘাম হলে, ঘাম চটচটে তেলের মতো হলে্
>অসুস্থতার জন্য রাত জেগে থাকা, ঘূম ঠিকঠাক না হওয়া, মাথাধরা, মাথা ভারী বোধ হওয়া, সাথে মাথাঘোরা, পেশীতে টান ধরার মতো লক্ষণে।
>দিনে ঘুম ঘুম ভাব, দিনে গাঢ় ঘুম হয়, রাতে ঘুম হয়না এমন লক্ষণে।
>চামড়ার নিচ দিয়ে যদি মনে হয় পোকা দৌড়িয়ে বেড়াচ্ছে এমন অনুভব হলে। চামড়া ফাটা ফাটা মনে হলে এবং ছাল উঠলে।
>এই ওষুধটি মূলত পুরুষ রোগের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। অত্যধিক রতিক্রিয়ার ফলে পুরুষদের যেসব সমস্যা হয় সেসব সমস্যার ওষুধিটি বেশি ব্যবহৃত হয়।
>যৌনাঙ্গ উত্থিত হলে ব্যথা করে। কষ্টকর উত্থান হলে।
>শীঘ্রপতন ও ধ্বজভঙ্গ হলে ওষুধটি কার্যকর।
সেবনবিধি
>Lupulus humulus Q ১৫ ফোটা করে হাফকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা ৫ ফোটা করে সামান্য পানিসহ সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
যেগুলো ভিডিওতে অলোচনা করা হলো সবগুলো সমস্যা আশা করা যায় তিন মাসের মধ্যে দূর হয়ে যাবে। আর যদি না ভাল হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।