আজ আমরা এক আশ্চর্য হোমিওপ্যাথি ওষুধ আর্নিকা মন্টানা নিয়ে আলোচনা করব। কারন, লক্ষণ ও এটি কি কি রোগে ব্যবহার হয় সেটা নিয়েও আলোচনা করব। তাই যারা এ বিষয়ে জানতে চান তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 

গোটা শরীরে উপকারী আর্নিকা হোমিওপ্যাথি ওষুধ
 গোটা শরীরে উপকারী আর্নিকা হোমিওপ্যাথি ওষুধ

Arnica montana একটি গাছের রস থেকে তৈরি। এটি সাধারণত আঘাত লাগা, চোট লাগা বা ব্যথার ওষুধ হিসেবে জেনে থাকি। কিন্তু এছাড়াও এটি আরো বিভিন্ন ধরনের রোগে ব্যবহার হয়ে থাকে। আঘাত বা ব্যথা বা থেতলে যাওয়ার কারণে যদি কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রেও আর্নিকা মন্টানা খুবই কার্যকর। 


যেসব লক্ষণীয় সত্যি ব্যবহার করা হয় 


>কানের ভেতরে ভো ভো, টুং টুং শব্দে যদি আর্নিকা ব্যবহার করা হয় তাহলে উপকার পাওয়া যাবে। 


>স্মুতিশক্তি কমে যাওয়া, পক্ষাঘাত, মস্তিস্কের দুর্বলতা, মস্তিস্কের গন্ডগোল ইত্যাদি ক্ষেত্রে অর্নিকা ব্যবকহার করলে উপকার পাোয়া যায়। 


>মেহরোগ, শীর্ণতা, বিষাক্ত রক্তের কারণে সৃষ্ট ক্ষত, ফুসকুড়ি, স্ফোটক, ফোড়া ইত্যাদির ক্ষেত্রেও আর্নিকা ব্যবহার করা হয়। 


মানসিক লক্ষণ


>রোগী স্পর্শকাতর হয়। স্পর্শ করলে ভয় করে। স্পর্শ থেকে দূরে থাকে। 


>এছাড়াও রোগী যদি মানসিকভাবে কোনোরকম আঘাত পেলে ক্ষোভ ও  ব্যথা-বেদনার ক্ষেত্রে এটি খুব কার্যকর। 


>অজ্ঞান অবস্থায় থাকলে ঠিকঠাক কথা বলে। আবার অজ্ঞান অবস্থায় ফিরে যায়। 


>রোগী একা থাকতে চায় আর সবকিছূতে উদাসীন থাকে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। 


>ব্যথা সহ্য করতে পার না। 


>স্মৃতিশক্তির দুর্বলতা লক্ষ্য করা যায়। 


>মাথা ঘোরে। মাথায় হাত দিতে দেয়না। 


>কোনো বস্তু যেন চারদিকে ঘুরছে এমন লক্ষণ দেখা দেয়। 


>আঘাতের কারণে চোখে দুটি বস্তু দেখতে পায় যদি তাহলে এ ওষুধটি খূব কার্যকর।


>আঘাত পাওয়ার ফলে চোখে রক্ত জমে যাওয়া, চোখের বিভিন্ন রোগের ক্ষেত্রে এটি কার্যকর।


>কোনো কারণে যদি সবসময় চোখ খুলে রাখতে ভাল লাগে, চোখ বন্ধ করলেই মাথা ঘোরে বা ব্যথা করে এমন অবস্থাতে আর্নিকা মন্টানা খুব কার্যকর। 


>কানে মনে হয় যেন সুচ ফোটানোর মতো ব্যথা করছে ,  কানে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে, সেক্ষেত্রে এটি খূব কার্যকর। 


>জোর দিয়ে কাশার সময় যদি নাক দিয়ে রক্ত বের হয় তাহলে আর্নিকা মন্টেনা খুব কার্যকর।


>প্রস্রাবে যদি কালচে ইটের মতো তলানী পড়ে, মনে হয় যেন প্রস্রাবে কোথ দেওয়ার মতো একটা ব্যথা থেকে যায় আর খুব কষ্টে প্রস্রাব বের হয়। 


স্ত্রীরোগ


>সন্তার প্রসবের পর যদি ব্যথা হয়, যোনীতে অত্যধিক ব্যথা হয়। 


>সহবাসে রক্তক্ষরণ হলে। 


>স্তনের বোটাতে চিড়ে যাওয়ার মতো ব্যথা হলে আর স্তনে যদি ব্যথা করে। 


>গর্ভবতী মহিলাদের ভ্রুণ নড়াচড়া করার ফলে যদি ব্যথা হয়। 


>হার্টের রোগের কারণে কাশি হলে বা কাশি বাড়লে, অত্যধিক পরিশ্রম করলে, যদি ঘুমন্ত অবস্থায় কাশি বাড়ে। 


>সব ধরনের বাতের ক্ষেত্রে যদি স্পর্শকাতর ব্যথা থাকে, যদি ছুতে গেলেই ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে।


>কোনো অঙ্গ মোচকে গেলে বা চোট লাগে এবং তাতে যদি ব্যথা হয় সেক্ষেত্রেও এটি কার্যকর। 


>নরম বিছানাকেও পাথরের মতো শক্ত মনে হলে


>চর্মরোগের ক্ষেত্রে যদি কালচে নীল, কালো শিরা দেখা দেয় তাহলে


>চোট লাগার ফলে যেসমস্ত জায়গা কালশিটে পড়েছে সেসমস্ত জায়গায় লাগালে উপকার পাওয়া যায়। 


>ছোট ছোট ফোড়া স্পটিক যদি ঝাকে ঝাকে একসঙ্গে বের হয়। 


>শক্ত ধরনের ব্রণ হলে। 

>এখানে সমস্ত রোগের কথা বলা হলো সেগুলো সামান্য স্পর্শেই বাড়ে, নড়চাড়ায় বাড়ে, ঠাণ্ডা আবহাওয়াতে বাড়ে, মদ খেলে বাড়ে। 

গোটা শরীরে উপকারী আর্নিকা হোমিওপ্যাথি ওষুধ
Arnica Montana

সেবনবিধি


>বড়রা নতুন রোগের ক্সেত্রে  arnica 30 তিন ফোটা করে জিভে দিয়ে সকাল, দুপুর ও রাতে খবেন। 


>ছোটরা নতুন রোাগের ক্সেত্রে এক ফোটা করে এক চামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। 


>বড়রা পুরাতন রোগের ক্সেত্রে arnica 200/arnica 1000  ব্যবহার করবেন। arnica 200 খেলে দিনে একবার খাবেন। আার যদি arnica 1000 সপ্তাহে একবার খাবেন। 


যদি বাহ্যিক ব্যবহার করেন তাহলে arnica mont q ব্যবহার করবেন। অলিভ অয়েলের সাথে মিশিয়ে মালিশ করতে চাইলেও হবে আবার সরাসরি আক্রাস্ত স্থালে তুলা দিয়ে লাগাতে পারেন। অথবা আঘাত লাগা স্থানে arnica gel ব্যবহাার করতে পারেন। 


চুল পড়ছে চুল উঠে যাচ্ছে তারা যদি arnica mont q নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগান তাহলে উপকার পবেন অথবা arnica oil ব্যবহার করতে পারেন। গোসল করার পর প্রতিদিন একবার লাগান তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল শক্ত হয়ে যাবে।