আজকের এই ভিডিওতে টেনশন, বিষন্নতা, উদ্বেগ, অনিদ্রা, মস্তিস্কের রোগ, অস্থিরতা, অবসাদ, নার্ভের দুর্বলতা ইত্যাদির একটিমাত্র জার্মান হোমিওপ্যাথি ওষুধ নিয়ে অলোচনা করব। তাই যাদের বিষয়টি জানা দরকার তারা পুরো ভিডিওটি দেখুন।

টেনশন, বিষন্নতা ও মানসিক সমস্যা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
টেনশন, বিষন্নতা ও মানসিক সমস্যা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ


স্নায়বিক দুর্বলতার কারণে মস্তিস্কের নানারকম সমস্যা হয়ে থাকে। টেনশন, বিষন্নতা, উদ্বেগ, অনিদ্রা, মস্তিস্কের রোগ, অস্থিরতা, অবসাদ দেখা দেয়। পাগলামি লক্ষ্য করা যায়। মাথা কেমন কেমন করে। কোনো কাজে মন বসে না। এছাড়া আমাদের কোনো এনার্জি থাকে না। অলসতা লক্ষ্য করা যায়।  মনে হয় ঘুমালে শান্তি পাবো তনে ঘুম হয় না। হাসতে ও  কথা বলতে ইচ্ছা করে। 


ব্যবসা, চাকরিসহ নানা কারণে আমাদের মস্তিস্কে চাপ তৈরি হয়। আমাদের মস্তিস্ক আস্তে আস্তে দুর্বল হতে থাকে। মস্তিস্কে নানা সমস্যা হয়। জীবনের গতি থমকে দাড়ায়। 


জার্মান হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ

টেনশন, বিষন্নতা ও মানসিক সমস্যা থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
Vita C 15

ওষুধটির নাম Vita C 15. এটি জার্মান কোম্পানি ডা. রেকওয়েগের তৈরি। এটি পাগলামি, অনিদ্রা, অস্থিরতা, স্নায়বিক দুর্বলতা ও স্নায়বিক দুর্বলতার কারণে মাথাব্যথার ক্ষেত্রে সমানভাবে কার্যকর। এটি ২৫০ এমএলের কাচের শিশিতে থাকে। 


ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 


সেবনবিধি


> বড়দের ক্ষেত্রে, প্রথমদিকে ১০ এমএল করে (২ চামচ) সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


অসুখ কমে গেলে ৫ এমএল (১  চামচ) করে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


অসুখ আরো কমে গেলে ৫ এমএল করে দিনে দুইবার (সকাল ও রাতে) খাবেন। 


আরো  ভাল হয়ে গেলে ৫ এমএল করে দিনে একবার খাবেন (সকালে অথবা রাতে)। 


এভাবে খেতে খেতে আপনি যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তাহলে ওষুধটি বন্ধ করে দেবেন। 


>ছোটদের ক্ষেত্রে (৭ বছরের নিচে) বড়দের ডোজের অর্ধেক করে খাবে।