প্রস্রাব হওয়ার পরও ফোটায় ফোটায় বের হওয়ার মতো সমস্যার কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকের এই পোস্ট/ভিডিওতে আলোচনা করব। তাই যারা বিষযটি জানতে চান তারা পোস্টটি সম্পূর্ণ পড়ুন বা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

প্রস্রাব হওয়ার পরও ফোটায় ফোটায় বের হওয়ার হোমিওপ্যাথি ওষুধ
প্রস্রাব হওয়ার পরও ফোটায় ফোটায় বের হওয়ার হোমিওপ্যাথি ওষুধ

অনেকেরই লক্ষ্য করা যায় প্রস্রাব করার পরও অটোমেটিক দুয়েক ফোটা প্রস্রাব োবরিয়ে যায়। এরকম সমস্যা প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এটির বিভিন্ন কারণ রয়েছে। 


প্রস্রাবে ইনফেকশন হলে এমনটা হয়। এছাড়া মূত্রথলির সমস্যার কারণেও এটি হয়ে থাকে। মূত্রথলি  অসাড় হয়ে যায।  


কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ ও সেবনবিধি


Equisetum Hyemale  30: তিনফোটা করে ওষুধ জিভে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 

প্রস্রাব হওয়ার পরও ফোটায় ফোটায় বের হওয়ার হোমিওপ্যাথি ওষুধ
Equisetum Hyemale  30

Costicum 200: এটি সপ্তাহে তিনবার খেতে হবে। অর্থাৎ একদিন পর একদিন খেতে হবে। তিন ফোটা করে জিভে দিয়ে রাতে খেতে হবে।

প্রস্রাব হওয়ার পরও ফোটায় ফোটায় বের হওয়ার হোমিওপ্যাথি ওষুধ
Costicum 200

এভাবে ওষুধ দুটি যদি আপনারা একমাস খান তহালে প্রস্রাব করার পরও ফোটায় ফোটায় পড়া বন্ধ হয়ে যাবে।