চেহারা লাল হয়ে গেছে? জ্বালা করে?


কোনো কারণে যদি গালের চামড়া পাতলা হয়ে যায়, লাল হয়ে যায়, গাল জ্বালা করে তার কার্যকর একটি হোমিওপ্যাথি ওষুধ ও ক্রিম সম্পর্কে আজের ভিডিওতে অলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 


চেহারা লাল হয়ে গেছে? জ্বালা করে?


বিভিন্ন কারণে বিশেষ করে মহিলাদের দেখে থাকি তাদের গাল কিছুদিনের মধ্যে কালো থেকে পরিস্কার হয়ে যায়। পরিস্কার হওয়ার পর তাদের গাল লাল হয়ে যায়, চুলকায়, গাল জ্বালা করে। তাদের চেহোরা শেষ পর্যন্ত বিশ্রী হয়ে যায়। 


কারণসমূহ


>রং ফর্সকারী ক্রিমের সাইড ইফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। 


>কারো যদি চামড়া পাতলা থাকে, স্পর্শকাতর থাকে সেক্ষেত্রেও এমন হয়। 


লক্ষণসমূহ


>কালো থেকে একটু পরিস্কার লাগে। চোহারায় উজ্জ্বলতা আসে। তারপর দেখা যায় তাদের গাল লাল হয়ে যায়। জ্বালা করে।


>গালের চামড়া পাতলা হয়ে যায়। 


>রোদ-তাপ সহ্য হয়না। 


>গাল চুলকায়। 


কার্যকর হোমিওপ্যাথি ওষুধ


Sulphur 30: এটি তিনফোটা করে জিভে দিয়ে সকালে খালিপেটে একবার খাবেন। ৫দিন খেয়ে ওষুধটি বন্ধ করে দিবেন। 

চেহারা লাল হয়ে গেছে? জ্বালা করে?
Sulphur 30


Aloevera Calendula Cream: এটি ভারতের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এটি প্রতিদিন দুইবার ব্যবহার করতে হবে।  একবার রাতে ঘুমানোর সময় ভাল করে মুখ পরিস্কার করে লাগাতে হবে। আরেকবার ঘুম থেকে উঠে মুখ পরিস্কার করে লাগাতে হবে। 

চেহারা লাল হয়ে গেছে? জ্বালা করে?
Aloevera Calendula Cream


এভাবে যদি ওষুধগুলো ব্যবহার করেন তাহলে গালে চুলকানি হয়ে যাওয়া, গালে র‌্যাশ ওঠা, গাল পাতলা হয়ে যাওয়া ইত্যাদি দূর হয়ে যাবে। গাল উজ্জ্বল হয়ে যাবে। গালের চামড়া পুরু হয়ে যাবে। এককথায় আপনার চেহারা পুনরায় ঠিক হয়ে যাবে।