শিক্ষার্থীরা অতিরিক্ত পড়াশোনা করার ফলে তাদের স্বাস্থ্য ভেঙ্গে যায়, তাদের চোখ ভেতরে ঢুকে যায়, ঘুম ঠিকঠাক হয়না। তাদের ওজন কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। বিপাকীয় ক্রিয়া ঠিকঠাক হয়না। হজম ঠিকঠাক হয় না. ঘুমও হয়না। 

অতিরিক্ত পড়াশোনার চাপে স্বাস্থ্য নষ্ট
অতিরিক্ত পড়াশোনার চাপে স্বাস্থ্য নষ্ট


আজ এসবের প্রতিকারে প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 


অতিরিক্ত পড়াশোনা করা শিক্ষার্থী ঠিকমতো খায়না, ঘুমায়না। এজন্য তাদের বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। 


কার্যকর ওষুধ


Five Phos 6x: শিক্ষার্থীরা চারটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। প্রতিদিন। চুষে খাবে গরম পানিসহ খাবে। 

অতিরিক্ত পড়াশোনার চাপে স্বাস্থ্য নষ্ট
Five Phos 6x


Cocculus Indicus 3x: ১০ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা ৫ ফোটা করে ওষুধ একচামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 

অতিরিক্ত পড়াশোনার চাপে স্বাস্থ্য নষ্ট
Cocculus Indicus 3x


১০ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তিন ফোটা করে এক চামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 


এভাবে যদি খায় তাহলে যেসব শিক্ষার্থী বেশি পড়াশোনা করে তাদের স্বাস্থ্য ভেঙ্গে যাওয়ার মতো সমস্যা থেকে তারা ভাল হয়ে যাবে।