গ্যাস্ট্রিক-আলসার-বুকে জ্বালাপোড়া
গাড়িতে চড়লে বমি না হওয়ার হোমিওপ্যাথি ওষুধ
আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোশন সিকনেস অর্থাৎ জার্নি করলে যে বমি ভাব, মাথাব্যথাসহ যেসমস্ত সমস্যা হয় তার কার্যকর হোমিওপ্যাথ ওষুধ সম্পর্কে। তাই যারা বিষয়টি জানতে চান তারা পুরো পোস্ট/ভিডিও দেখুন।
গাড়িতে চড়লে বমি না হওয়ার হোমিওপ্যাথি ওষুধ |
বাস-ট্রেনে জার্নি করার সময় অনেকেই বমি করেন। মাথাব্যথা করে তাদের। দুর্বল হয়ে পড়েন। গ্যাস হয়।
দুটি ওষুধের নাম বলব। এর মধ্যে যেকোনো একটি খেলে এই সমস্যা হবে না।
Cocculus Indicus 30
Cocculus Indicus 30 |
>বড়রা গাড়িতে চাপার একঘণ্টা আগে থেকে তিন ফোঁটা করে জিভে দিয়ে একঘণ্টা পর পর খাবেন।
অথবা আপনার অবস্থা অনুযায়ী খাবেন। দুয়েক ডোজেই যদি সমস্যা কমে যায় তাহলে দুঘণ্টা পরপর খাবেন।
>ছোটরা এক ফোঁটা করে খাবেন।
Petroleum 30
Petroleum 30 |
সেবনবিধি একই রকম। যদি ছোটরা জিভে দিয়ে খেতে না পারে তাহলে এক চামচ পানিতে দিয়ে খাবে।
যেকোনো একটি ওষুধ খেতে হবে।