অমাদের বুকে-গলায় জমে থাকা পুরাতন কফ কোন ওষুধের মাধ্যমে আপনারা তুলতে পারবো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব।। এছাড়া কফের কারণে হওয়া রোগ Bronchorrhea (ব্রঙ্কোরিয়া) নিয়ে আলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 

বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ

বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ



ব্রঙ্কোরিয়ার মধ্যে রিয়া ব্যাপারটি রয়েেছ। রিয়া যেখানে থাকে সেখানেই ক্ষরণেরব ব্যাপার থাকে। এখানে কফের ক্ষরণকে বোঝানো হয়েছে। 


যদি প্রতিদিন ১০০ এমএলেরও বেশি কফ বের হয় তাহলে সেটিকে ব্রঙ্কোরিয়া বলা হয়। 


কারণসমূহ


>যদি ক্রণিক ব্রঙ্কাইটিস হয় তাহলে ব্রঙ্কোরিয়া হয়।

 

>অ্যাজমা বা  হাপানি হলে।


>যক্ষার কারণেও হয়ে থাকে। 


>ফুসফুসে ক্যানসার হলেও এই রোগ হয়ে থাকে। 


>ঠাণ্ডা লাগলেও বুকে ও গলায় কফ জমে থাকে। 


হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ


এক্ষেত্রে তিনটি ওষুধ লাগবে-


১. Justicia Adhatoda Q


2. Hydrastis Can Q


3. Balsam Peru Q

বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ
Justicia Adhatoda Q


বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ
Hydrastis Can Q

বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ

Balsam Peru Q



এই তিনটি ওষুধ ২০ এমএল করে নিয়ে একটি ১০০ এমএলের কাচের শিশিতে ভালভাবে মিশিয়ে ঝাকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল ব্রঙ্কোরিয়ার কম্বিনেশন বা বুকে-গলার কফ তোলার একটি কার্যকর কম্বিনেশন ওষুধ। 


সেবনবিধি


আধাকাপ হালকা গরম পানিতে ২০ ফোঁটা করে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


এভাবে যদি আপনারা ওষুধটি ব্যবহার করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার ভেতরে জমে থাকা কফ বের হয়ে যাবে। 


Kali Bichromicum 30: ব্রঙ্কোরিয়ার ক্ষেত্রে আরো একটি হোমিওপ্যাথি ওষুধ আপনাদের ব্যবহার করা উচিত। সেটি হলো Kali Bichromicum 30. 

বুক ও গলার কফ বের করার হোমিওপ্যাথি ওষুধ
Kali Bichromicum 30

এটি তিন ফোটা করে জিভে দিয়ে সকাল দুপুর ও রাতে খাবেন। খাওয়অার ৩০ মিনিট অঅগে বা পরে খখাবেন। অন্য কোনো ওষুধ খেলে তার ১০ মিনিট পর খাবেন। 


এভাবে যদি ওষুধগুলো খান তাহলে জমে থাকা গলা ও বুকের কফ বেরিয়ে যাবে আর বুকের চাপ ও ব্যথা কমে যাবে। তবে আপনাদের স্মরণ রাখতে হবে যেকারণে এই রোগটি হয়েছে সেই রোগেরও চিকিৎসা করাতে হবে। যদি অ্যাজমা হয় বা যক্ষা হয় বা ফুসফুসের রোগ বা ব্রংকাইটিসের কারণে এটি হয় তাহলে সেগুলোর চিকিৎসা করাতে হবে।