মহিলাদের কষ্টকর যৌনমিলনের সমস্যায় হোমিওপ্যাথি ওষুধ
যেসমস্ত মহিলা সহবাসে কষ্ট পায় তাদের কার্যকর হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই যাদের দরকার তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
![]() |
মহিলাদের কষ্টকর যৌনমিলনের সমস্যায় হোমিওপ্যাথি ওষুধ |
পুরষ ও মহিলার মধ্যে আকর্ষণ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আর এই আকর্ষণ বৈবাহিক জীবনে সুখময় হয়ে ওঠে। একে অপরের মধ্যে আকর্ষণ হয় সহবাসের মাধ্যমে। এই সুখের সহবাসের মধ্যে যদি অশান্তি চলে আসে তাহলে সেই সংসার টেকেনা।
সহবাসের ক্ষেত্রে পুরৃষের যেমন রোগ হয়ে থাকে তেমনি মহিলাদেরও রোগ হয়ে থাকে।
কারণসমূহ
>প্রথম কারণ যোনীর অঅকৃতিগত ত্রুটি। মহিলাদের যৌনাঙ্গে আকৃতিগত ত্রুটির কারণে সহবাসে কষ্ট হয়।
>মহিলাদের যোনীতে দুটি গ্রন্থি থাকে। এগুলো থেকে ফ্লুইড নির্গত হয়। এটি যোনীকে পিচ্ছিল করে। এই ফ্লুইড যদি না বের হয় তাহলে যোনী শুস্ক হয়ে থাকে। এর ফলে সহবাসে কষ্ট হয়।
>হরমোনাল ইমব্যালান্সের কারণেও কষ্ট হয়।
>জরায়ু রোগ, যোনীতে ইনফেকশস হলে।
>দুর্বলতা থাকলে।
লক্ষণসমূহ
>সহবাস করতে গেলে কষ্ট হয়, ব্যথা পায়।
>ব্লিডিং হয়।
>জ্বালা করে।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
Sepia 30: সহবাসকালে যদি মনে হয় যোনী ব্যথা করছে তাহলে এই ওষুধটি খেতে হবে। তিন ফোঁটা করে জিভে দিয়ে সকাল ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
Sepia 30 |
Lycopodium 30: সহবাসের সময় যদি যোনী জ্বালা করে তাহলে এই ওষুধটি খাবেন। তিন ফোঁটা করে জিভে দিয়ে সকাল ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
Lycopodium 30 |
Kreosotum 30: যদি সহবাসের সময় রক্তস্রাব হয়, তাহলে এটি খেতে হবে। তিন ফোঁটা করে জিভে দিয়ে দিনে সকাল ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
Kreosotum 30 |
Staphysagria 30: জরায়ুতে বা অন্য কোথাও সার্জারি হওয়ার ফলে যদি সহবাসে কষ্ট হয় তাহলে এই ওষুধটি খাবেন।
তিন ফোঁটা করে জিভে দিয়ে সকাল ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
Staphysagria 30 |
এই চারটি ওষুধের মধ্যে লক্ষণ অনুযায়ী একটি ওষুধ খাবেন। এর সাথে বায়োকেমিক ওষুধ natrum muriaticum 6x খাবেন।
বায়োকেমিক ওষুধ natrum muriaticum 6x: সহবাসে যে ধরনের কষ্টই হোক না কেন এটি খেলে আরাম পেয়ে যাবেন। চারটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। চিবিয়ে বা চুষে খাবেন। গরম পানিসহ খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
![]() |
Natrum Muriaticum 6x |
অন্য ওষুধ খেলে ১০ মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এভাবে যদি খান তাহলে কিছুদিনের মধ্যেই উপকার দেখতে পাবে।