আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোজা রাখার ফলে পেটে যেসমস্ত গন্ডগোল হয় অর্থাৎ গ্যাস, বদহজম, পেট ভার হয়ে থাকা, মুথ টক, বমি ভাব, হেচকি ওঠা, কোষ্ঠকাঠিন্য, আমাশয়,পাতলা পায়খানা ইত্যাদির কার্যকর হোমিওপ্যাথি ও বায়োকেমিক মেডিসিন সম্পর্কে। তাই যারা এ বিষয়ে জানতে চান তারা ভিডিও বা পোস্টটি সম্পূর্ণ দেখুন। 

রোজায় গ্যাস ও  বদহজমের হোমিওপ্যাথি ওষুধ
রোজায় গ্যাস ও  বদহজমের হোমিওপ্যাথি ওষুধ 

রোজা রখার ফলে অনেেকর পেটে সমস্যা হয়। বিশেষ করে রোজার প্রথম দিকে পেটে অসুবিধা হয়। কেননা খাবারে অনিয়ম ঘটে। বেশ কয়েকটা রোজার পর আস্তে আস্তে আমাদের শরীর এটাকে নিয়মিত করে নিবে। তখন আস্তে আস্তে এ সমস্যাগুলো দুর হয়ে যাবে। 



কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ ও সেবনবিধি


এক্ষেত্রে দুটি ওষুধ লাগবে- 


১.Lycopodium 30


2. Nux Vomica 30

রোজায় গ্যাস ও  বদহজমের হোমিওপ্যাথি ওষুধ
Lycopodium 30

রোজায় গ্যাস ও  বদহজমের হোমিওপ্যাথি ওষুধ

Nux Vomica 30


বড়রা তিন ফোটা তিন ফোটা করে জিভে দিয়ে দিনে দুইবার খাবেন। একবার রাতের খাবারের ৩০ মিনিট পর খাবেন। আরেকবার সেহরীর পর তিন ফোটা তিন ফোটা করে জিভে দিয়ে খাবেন। 


ছোটরা এটি এক ফোটা একফোটা করে দুই ফোটা  রাতের খাবারের ৩০ মিনিট পর একবার আর সেহরীর পর একবার খাবেন। 


এই দুটি ওষুধ এক সঙ্গে মিশিয়ে অথবা আলাদা আলাদা করে খেতে পারেন। 


এভাব যদি খান তাহলে পেটের সমস্যা দূর হয়ে যাবে।