Homeopathy medicine for premature aging


homeopathy-medicine-for-premature-aging


আজকের ভিডিওতে অকাল বার্ধক্য নিয়ে আলোচনা করব। এছাড়া রোগটির কারণ এবং কার্যকর হোমিওপ্যাথি  ও বায়োকেমিক ওষুধ নিয়েও আলোচনা করব।  তাই যারা বিষয়টি জানতে চান তারা

পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 

অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ
অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ


অকাল বার্ধক্য ইদিানিং প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এসব মানুষকে দেখে মনে হয় তাদের অনেক বয়স, কিন্তু তাদের বয়স খুব অল্প। অল্প বয়সেই তারা বয়স্কদের মতো হয়ে যায়। অর্থাৎ তাদের বয়স যদি ১৮-১৯ হয় তো দেখে মনে হয় যেন ৪০-৫০ বছর বয়স। 


রোগীর শরীরের চামড়া জড় জড় হয়ে যায়, চামড়ার উজ্জ্বলতা কমে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়। তার শারীরিক গঠন ও চেহারা বয়স্কদের মতো হয়ে যায়। 


কারণসমূহ


>শরীরের ভিটামিন, মিনারেলের অভাব। 


>খাবারের পুষ্টি শরীরে লাগে না। 


>শরীরে এন্টিঅক্সিডেন্টের অভাব যার ফলে শরীরের ডেড সেল বা মরা কোষ নির্গত হয় না এবং সজীব কোষ তৈরি হয় না। 


>অত্যধিক ধূমপান, মদ্যপানসহ অন্যান্য নেশা যদি অত্যধিক থাকে তাহলেও অকাল বার্ধক্য লক্ষ্য করা যাবে। 


>জেনেটিক কারণেও রোগটি হয়ে থাকতে পারে। 


>ঘুম ঠিকঠাক না হলে। 


>খাবার যদি ঠিকমতো না খান আর এর সাথে সাথে যদি পুষ্টিকর খাবার না খান তাহলে অকালবার্ধক্য হতে পারে। 


>অধিক তেল ও মসলাযুক্ত খাবার খেলেও অকাল বার্ধক্য লক্ষ্য করা যায়। 


>মানসিক চাপ ও অবসাদের কারণে। 


>অতিরিক্ত পরিশ্রম করলে। 


>অত্যধিক অলস হলেও অকাল বার্ধক্য হতে পারে। 



হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ


তিনটি হোমিওপ্যাথি ওষুধ দরকার-


১. Emblica Officinalis Q: এটি আমলকি দিয়ে তৈরি একটি মাদার টিংচার।  এই আমলকি ওষুধটি অকালবার্ধক্য রোধে খুবই কার্যকর। 

অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ
Emblica Officinalis Q

২. Terminalia Chebula Q: এটি হরিতকি দিয়ে তৈরি একটি হোমিওপ্যাথ ওষুধ। 

অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ
Terminalia Chebula Q


৩. Agnus Castus Q: এটি বিভিন্ন রোগে উপকারী। এটি অকালবার্ধক্য দূর করতেও ভালো কাজ করে। 

অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ
Agnus Castus Q

এই তিনটি ওষুধ সমপরিমাণে কিনে নিয়ে ১০০ এমএলের একটি বোতলে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিন। তৈরি হয়ে গেল অকালবার্ধক্য দূর করার একটি কার্যকর হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ। 


সেবনবিধি


> ২০ ফোঁটা ওষুধ আধাকাপ পানিতে দিয়ে সকালে খালি পেটে ও রাতে ঘূমানোর আগে খাবেন। 


এভাবে খেলে আপনার অকালবার্ধক্য দূর হবে, আপনাদের চেহারার উজ্জ্বলতা বাড়বে, চামড়া টান হয়ে যাবে। আপনার বয়স সহজে বোঝা যাবে না। আপনার শরীরে ও চেহারায় যে বয়সের ছাপ তা আস্তে আস্তে দূর হবে। 


Five Phos 6x: এই বায়োকেমিক ওষুধটিও অকালবার্ধক্য দূর করতে খুব কার্যকর। চারটি করে ট্যাবলেট সকালে ও রাতে খেতে হবে। চুষে খেতে হবে। গরম পানিসহ খেতে হবে। খাবার ৩০ মিনিট আগে বা পরে খেতে হবে। 

অকালবার্ধক্য দূর করার হোমিওপ্যাথি ওষুধ
Five Phos 6x

ওষুধগুলো আপনারা তিনমাস খাবেন। একমাস গ্যাপ দিয়ে আবার তিনমাস খাবেন। যতদিন শরীরে উজ্বলতা না আসছে, শরীর থেকে যতদিন পর্যন্ত বয়সের ছাপ না যাচ্ছে  ততদিন পর্যন্ত এভাবে খেতে হবে।