দাদ থেকে মুক্তি হোমিওপ্যাথি ওষুধ
আজকে দাদ বা রিংওয়ার্মের লক্ষণ, কারণ এবং এর কার্যকর হোমিওপ্যািধি ওষুধ সম্পর্কে অলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
![]() |
দাদ থেকে মুক্তি হোমিওপ্যাথি ওষুধ |
দাদ হওয়ার কারণ
>ভেজা স্যাতসেতে চামড়ায় ছত্রাক আক্রমণ করে। ছত্রাকের ইনফেকশনের ফলে দাদ হয়।
>আটসাট জামা পড়লে সেসমস্ত জায়গা ঘেমে গিয়ে স্যাতসেতে চামড়ার সৃষ্টি হয়। সেখানে ছত্রাকের সংক্রমণ ঘটে এবং দাদ সৃষ্টি হয়।
>যাদের দাদ আছে তাদের ব্যবহার করা কাপড় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনারও দাদ হতে পারে।
লক্ষণসমূহ
>আক্রান্ত স্থান গোল আর চাকাচাকা হয়।
>এর পরিসীমাগুলো উচু উচু হয়ে থাকে।
>দেখতে কোনো সময় লাল রঙ্গের হয়, কোনো সময় হালকা হলুদ রঙয়ের হয়। মাঝখানটা ভাল চামড়ার মতো দেখায়।
>খুশকি উঠার মতো চামড়া উঠোত পারে। অনেক সময় দাদের পরিসীমাগুলোতে ফুসকুড়ির মতো হয়ে থাকে।
কার্যকর হোমিওপ্যাথি ওষুথ
Graphites Pentarkan: দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন। ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন।
Bacillinum 200: সপ্তাহে একদিন খেতে হবে। সকালে জিভে ৫ ফোটা করে দিয়ে খাবেন।
Natrum Sulph 6x: ৫টি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।
ওষুধগুলো ব্যবহার করলে ১৫ দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। এগুলো আপনাকে তিন মাস পর্যন্ত খেতে হতে পারে।