দাদ থেকে মুক্তি হোমিওপ্যাথি ওষুধ
আজকে দাদ বা রিংওয়ার্মের লক্ষণ, কারণ এবং এর কার্যকর হোমিওপ্যািধি ওষুধ সম্পর্কে অলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
দাদ থেকে মুক্তি হোমিওপ্যাথি ওষুধ |
দাদ হওয়ার কারণ
>ভেজা স্যাতসেতে চামড়ায় ছত্রাক আক্রমণ করে। ছত্রাকের ইনফেকশনের ফলে দাদ হয়।
>আটসাট জামা পড়লে সেসমস্ত জায়গা ঘেমে গিয়ে স্যাতসেতে চামড়ার সৃষ্টি হয়। সেখানে ছত্রাকের সংক্রমণ ঘটে এবং দাদ সৃষ্টি হয়।
>যাদের দাদ আছে তাদের ব্যবহার করা কাপড় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনারও দাদ হতে পারে।
লক্ষণসমূহ
>আক্রান্ত স্থান গোল আর চাকাচাকা হয়।
>এর পরিসীমাগুলো উচু উচু হয়ে থাকে।
>দেখতে কোনো সময় লাল রঙ্গের হয়, কোনো সময় হালকা হলুদ রঙয়ের হয়। মাঝখানটা ভাল চামড়ার মতো দেখায়।
>খুশকি উঠার মতো চামড়া উঠোত পারে। অনেক সময় দাদের পরিসীমাগুলোতে ফুসকুড়ির মতো হয়ে থাকে।
কার্যকর হোমিওপ্যাথি ওষুথ
Graphites Pentarkan: দুটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন। ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে সেগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন।
Bacillinum 200: সপ্তাহে একদিন খেতে হবে। সকালে জিভে ৫ ফোটা করে দিয়ে খাবেন।
Natrum Sulph 6x: ৫টি করে ট্যাবলেট সকালে ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে খাবেন।
ওষুধগুলো ব্যবহার করলে ১৫ দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। এগুলো আপনাকে তিন মাস পর্যন্ত খেতে হতে পারে।