হাঁচি বন্ধের হোমিওপ্যাথি ওষুধ
ঠাণ্ডা লাগার কারণে, এলার্জির কারণে ও সাইনোসািইটিসের কারণসহ ,বিভিন্ন কারণে যদি হাঁচি হয় তাহলে রোগীর খুব কষ্ট হয়। চোখ-নাক দিয়ে পানি বেরোতে থাকে। নাক বন্ধ হয়ে যায়।
হাঁচি বন্ধের হোমিওপ্যাথি ওষুধ |
আজকের এই ভিডিওতে কীভাবে হাঁচি নিয়ন্ত্রণ করা যায় তার কার্যকর বায়োকেমিক আর হোমিওপ্যথিক কম্বিনেশন ওষুধ সম্বন্ধে আলোচনা করব। তাই যারা এ বিষয়ে জানতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখুন।
জ্বর , সর্দি, ঠাণ্ডা লাগা, এলার্জিসহ নানা কারণে হাঁচি হয়। চোখ-নাক চুলকায়। চোখ-নাক দিয়ে পানি বের হয়।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
Allium Cepa 3x এবং Sabadilla 3x: এই দুটি ওষুধ সমপরিমাণ মিশিয়ে নিবেন। তৈরি হয়ে গেল হাঁচির কার্যকর হোমিওপ্যাথি ওষুধ।
Allium Cepa 3x |
Sabadilla 3x |
> এই মিশ্রন বড়রা ১০ ফোঁটা করে এক চামচ পানিতে দিনে চারবার খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা ৫ ফোঁটা করে এক চামচ পানিতে দিয়ে দিনে চারবার খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।
BC 5: বড়রা চারটি করে ট্যাবলেট দিনে চারবার খাবেন। চুষে খাবেন। গরম পানিসহ খাবেন।
BC 5 |
>ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে চারবার কাবে। চুষে খাবেন। গরম পানিসহ খাবেন।
কম্বিনেশন ওষুধটি খেলে তার ১০ মিনিট গ্যাপ দিয়ে BC 5 খেতে হবে।
এভাবে যদি খান তাহলে হাঁচি বন্ধ হয়ে যাবে।