শরীরে এনার্জি বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ


পুরুষ-মহিলা উভয়ের মধ্যে অলসতা লক্ষ্য করা যায়। কাজকর্মে এনার্জি নাই। কাজ করতে ভাল লাগে না। তাদের চলাফেরা করতে ভাল লাগে না। কাজের কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়।  তাদের মানুষ হেয় করে। তারা উন্নতি করতে পারে না। 

শরীরে এনার্জি বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ
শরীরে এনার্জি বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ

আজকের ভিডিওতে এনার্জি বাড়ানো ও অলসতা দূর করার একটি কার্যকর হোমিওপ্যঅথিক কম্নিনেশন ওষুধ নিয়ে অলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা পুরো ভিডিওটি দেখুন। 


বিভিন্ন কারণে আমদের মধ্যে অলসতা লক্ষ্য করা যায়। কারণগুলো হলো-


>শারীরিক দুর্বলতা। 


>শরীরে ভিটামিন ও মিনারেলের অভাবে হয়ে থাকে। 


>পুরুষদের অত্যধিক ধাতুক্ষয়ের ফলে। 


>মহিলাদের অত্যধিক সাদা স্রাবের কারণে। 


>শরীরে পুষ্টির অভাবে হয়ে থাকলে। 


আজকে আমরা অলসতা দূর করা, শরীরে এনার্জি ও ফুর্তি বাড়ানোর কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটি হলো R26 . এটি জার্মান কোম্পানি ডা. রেকওয়েগেরর তৈরি। 

শরীরে এনার্জি বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ
R26

এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 


সেবনবিধি


>১৫ ফোটা ওষুধ কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


যখন এনার্জি বেড়ে যাবে তখন আস্তে অঅস্তে ডোজ কমিয়ে দিবেন। তখন ১৫ ফোটা করে দিনে একবার কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


কিছু দিন খেয়ে আপনারা এই ওষুধটি বন্ধ করে দিবেন। তাহলে আপনাদের শরীরে এনার্জি ও ফুর্তি বেড়ে যাবে। কাজে মন বসবে। কাজ করতে আনন্দ লাগবে।