আজ আমরা ক্ষুধা বাড়ানো বা শরীরে রক্ত বাড়ানোর একটি জার্মান হোমিওপ্যািথিক কম্বিনেশন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তাই যাদের দরকার তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

ক্ষুধা বাড়াতে একটি জার্মান হোমিওপ্যাথি ওষুধ
ক্ষুধা বাড়াতে একটি জার্মান হোমিওপ্যাথি ওষুধ

অনেক মানুষ দেখা যায় যারা খুব শুকনা। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষই দেখা যায়। তাদের জি জ্ঞাসা করলে বলবে, খাওয়ার রুচি নই। টেস্ট করলে দেখা যাবে তার রক্তাল্পতা রয়েছে। ক্ষুধামন্দা তাকে দিনের পর দিন বিভিন্ন রোগের দিকে নিয়ে যায়। মৃত্যুর দিকে নিয়ে যায়। 


ক্ষুধামন্দার কারণ


>গ্যাসের কারণে ক্ষুধা লাগে না। একারণে পেট ভার হয়ে থাকে। অরুচি, বমিভাব ইত্যাদি হয়। 


>দ্বিতীয় কারণ হলো লিভারের সমস্যা। একারণে বিপাকীয় ক্রিয়া ঠিকঠাক কাজ করে না। 


>আয়রনের ঘাটতির কারোেণ


>খাবারের পুষ্টি শরীরে লাগে না। 


লক্ষণসমূহ


>অল্প খাওয়ার পরে মনে হবে পেট ভরে গেছে। আর খেতে পারব না।


>খাবারে অরুচি। খাবার দেখলেই খেতে ইচ্ছা করে না। খাবারের প্রতি চাহিদা কমে যায়। 


>রক্তস্বল্পতা লক্ষ্য করা যায়। 


>মাথা ঘোরে।


>পায়খানা পরিষ্কার হয়না। 


>ঘুম ঠিকঠাক হয়না।


>অল্পতে হাফিয়ে যায়। 


জার্মান কম্বিনেশন ওষুধ


ওষুধটির নাম হলো R 31. এটি জার্মান কোম্পানি ডা. রেকওয়েগের তৈরি। এতে যেসমস্ত হোমিওপ্যথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন।

ক্ষুধা বাড়াতে একটি জার্মান হোমিওপ্যাথি ওষুধ
R 31

সেবনবিধি


>বড়রা ১৫ ফোঁটা করে ওষুধ কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে খাবেন। 


>ছোটরা ৭ ফোঁটা করে ওষুধ এক চামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে খাবে। 


এভাবে যদি আপনারা খান তাহলে এক মাসের মধ্যে আপনারা ফলাফল বুঝতে পারবেন। ওষুধটি আপনাদের তিনমাস পর্যন্ত খেতে হবে।