শিশু ও বড়দের মধ্যে গলার একধরনের রোগ দেখা দেয়। সেটি হচ্ছে টনসিলাইটিস। এটি হলে গলা বথা করে, ফুলে যায়। ঢোক গিলতে কষ্ট হয়। মাথাব্যথা করে, জ্বরসহ অন্যান্য কষ্ট লক্ষ করা যায়। 

টনসিলাইটিস থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
টনসিলাইটিস থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ

আামদের গলার মধ্যে থাকা টনসিলের প্রদাহের কারণে টনসিলাইটিস হয়। টনসিলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রামণের ফলে ইনফেকশন হয়। তখন টনসিলাইটিস হয়। 

লক্ষণসমূহ

>টনসিল লাল হয়ে যায়, ফুলে যায়। 

>টনসিল বড় হয়ে যায় এবং ব্যথা করে। 

>গলা ও মাথা ব্যথা করে। 

>জ্বর আসে। 

>গলার কাছাকাছি যেসমস্ত গ্রন্থি রয়েছে সেগুলো ফুলে যায়, বড় হয়ে যায়। 

>টনসিলের উপর সাদা প্রলেপ পড়ে। 

>মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। 

>পেট ও নাকেও ব্যথা হতে পারে। 


কার্যকর জার্মান কম্বিনেশন ওষুধ


টনসিলাইটিস থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
ADEL 24

ওষুধটির নাম ADEL 24. জার্মান কোম্পানি এডেল পেকানার তৈরি। এর আরেক নাম হলো SEPTONSIL. . ওষুধটিতে যেসমস্ত হোমিওপ্যািথ ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 

সেবনবিধি

>বড়রা ১৫ ফোঁটা করে কাপের চারভাগের এক ভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 

>ছোটরা সাতফোঁটা করে কাপের চারভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 

পুরনো রোগের ক্ষেত্রে আপনারা এক থেকে দুইমাস এভাবে ওষুধটি খাবেন। তাহলে অবশ্যই আপনি টনসিলাইটিস থেকে মুক্তি পাবেন। 

নতুন টনসিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে তিনবারের জায়গায় চারবার যদি খান তাহলে টনসিলাইটিস খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাবে।