পেটের যেকোনো আলসারে ১টি হোমিওপ্যাথি ওষুধ
আজকের আমরা পেটের ভেতরে ও অন্ত্রের যাবতীয় সমস্যার একটিমাত্র জার্মান হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা পোস্ট বা ভিডিও সম্পূর্ণ দেখুন।
আমাদের পাকস্থলিতে, আমাদের অন্ত্রে ও কোলনে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। পেটে জ্বালা করা, গ্যাস হওয়া, আলসার, অ্যাপেনডিক্সের সমস্যা, কোলাইটিস ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হয়। এসব সমস্যার কারণে অমাদের শরীরে আরো বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়।
ওষুধটির নাম হলো ADEL 16. এটি জার্মান কোম্পানি অ্যাডেল পেকানার তৈরি। এটি একটি কম্বিনেশন মেডিসিন। ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে।
ADEL 16 |
কোন কোন লক্ষণে ওষুধটি ব্যবহার করবেন
>গ্যাস ও গ্যাসের ফলে তৈরি হওয়া বিভিন্ন সমস্যায়
>অ্যাপেনডিক্স হলে
>পেটের মধ্যে অস্থিরতা থাকলে ও পেট ভুটভাট করলে
>গা গুলানো ও বমি ভাব থাকলে
>আলসার হলে
>কোলাইটিস হলে
>পেট জ্বালা করলে
>পেটে খিুচনি থাকলে
>ডিওডিনালের সমস্যা থাকলে
>কোষ্ঠকাঠিন্য থাকলে
সেবনবিধি
>বড়রা ১৫ ফোঁটা করে কাপের চারভাগের এক ভাগ পানি দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট পর খাবেন।
>ছোটরা সাত ফোঁটা করে এক চামচ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট পর খাবে।
এভাবে যদি খান তাহলে আপনারা আরাম পেয়ে যাবেন।