আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। তাই যারা বিষয়টি জানতে চান তারা এই লেখা বা ভিডিওটি পুরোপুরি দেখুন। 

সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ
সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ


স্বাস্থ্য হচ্ছে আমাদের সম্পদ। স্বাস্থ্য ভাল থাকলে আমাদের সব কাজ করতে ভাল লাগে। আমাদের মন প্রফুল্ল থাকে। আামদের সবকিছু ভাল লাগে। আর স্বাস্থ্য যদি ভাল না থাকে তাহলে আামাদের সবকিছু খারাপ লাগে। 


আামদের আশেপাশে লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু মানুষ যাদের স্বাস্থ্য খুব ভাল থাকে। কিন্তু একসমকয় দেখা যায় তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তাদের মধ্যে অলসতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে খিটখিটে মেজাজ লক্ষ্য করা যাবে। 


এর কারণ হলো তারা নিজের শরীরের ঠিকমতো যত্ন নেয়নি। তাই স্বাস্থ্য নামের সম্পদ তাদের নষ্ট হয়ে গেছে। 


স্বাস্থ্য নামক সম্পদ নষ্ট হওয়ার কারণ


>পুষ্টির অভাব হলে। ভিটামিন ও মিনারেল শরীরে না থাকার কারণে। 


>বিপাকীয় ক্রিয়া ঠিকমতো কাজ না করলে। 


>ডায়াবেটিস, ক্যানসার, যক্ষাসহ বিভিন্ন রোগ হলে। 


>ধাতুক্ষয়ের ফলে । স্বপ্নদোষ, হস্তমৈথুন ইত্যাদির কারণে অতিরিক্ত ধাতুক্ষয় হয়। 


>মহিলাদের সাদাস্রাবের কারণে ধাতুক্ষয় হলে। 


>ঠিকঠাক খাবার না খেলে ও পুষ্টিকর খাবার না খেলে। 


>ঘুম ঠিকঠাক না হওয়া। 


>অতিরিক্ত রাত জাগলে। 


>অল্প পানি খাওয়া।


>মানসিক চাপ ও বিষণ্নতা। 


লক্ষণসমূহ


>ওজন কমে যাবে রোগা হয়ে যাবেন।


>চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে। 


>চামড়ার টানটান ভাব কমে যাবে। 


>শক্তিসামর্থ কমে যাবে।


>কোনো কাজ ঠিকঠাক করতে পারবেন না।


>ভারী কিছু তুলতে পারব না।


>একটু কাজ করতে গেলে হাফিয়ে উঠবেন। 


>বুক ধড়ফড় করবে। 


>চোখ গর্তে ঢুকবে। চোখের নিচে কালি পড়বে।


>খাবার হজম হবে না। 


>বিভিন্ন রকমের রোগ দেখা দেবে।


কার্যকর হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ


তিনটি হোমিওপ্যাথি ওষুধ লাগবে এটি তৈরি করতে-


১. Alfalfa Q


2. Ashwagandha Q


3. Avena Sativa Q

সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ
Alfalfa Q


সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ
Ashwagandha Q




সুস্বাস্থ্য বজায় রাখার টপ হোমিওপ্যাথি ওষুধ
Avena Sativa Q

এই তিনটি ওষুধ ৩০ ml করে নিয়ে ১০০ ml এর একটি কাচের শিশিতে নিয়ে ভাল করে ঝাকিয়ে নিবেন। তৈরি হয়ে গেল সুস্বাস্থ্য বজায় রাখার একটি কার্যকর হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ। 


সেবনবিধি


>বড়রা ৩০ ফোটা করে আধাকাপ পানিতে দিয়ে সকালে ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 


>ছোটরা  এই ওষুধটি ১০ ফোটা করে আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে। 


এই ওষুধটি যদি ধারাবাহিকভাবে তিনমাস খান তাহলে আপনাদের দুর্বলতা দূর হয়ে যাবে আর আপনাদের সুস্বাস্থ্য ফিরে আসবে। 


তবে যদি আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে চান তাহলে ওষুধটি একমাস গ্যাপ দিয়ে আবার একমাস খাবেন। এভাবে গ্যাপ দিয়ে দিয়ে মাঝে মাঝে ওষুধটি খাবেন। তাহলে আপনাদের সুস্বাস্থ্য বজায় থাকবে।