আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে টিটেনাসের ইনজেকশনের পরিবর্তে কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যাবে সে সম্বন্ধে। তাই যারা বিষয়টি জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

টিটেনাস ইঞ্জেকশনের বিকল্প হোমিওপ্যাথি ওষুধ
 টিটেনাস ইঞ্জেকশনের বিকল্প হোমিওপ্যাথি ওষুধ 
প্রায় আমরা লক্ষ করি কোনো দুর্ঘটনার পর ক্ষত হয়ে গেলে, কেটে গেলে বা পেরেক বা পিনে যদি পা ফুটো হয়ে যায় এক্ষেত্রে এলোপ্যািথিতে টিটেনাস বা এটিএস ইনজেশন দিতে হয়। তার সাথে সাথে ব্যথা কমানোর জন্য ব্যথার ট্যাবলেট দেওয়া হয়। সঙ্গে গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়। কিন্তু  এক্ষেত্রে  হোমিওপ্যথিতে কি ওষূধ ব্যবহার করা যাবে আজ সেই বিষয়ে আলোচনা। 


Hypericum 200: এটি ব্যবহার করলে টিটেনাস হতে দেবে না। এটি ইনফেকশন হতে দেবে না। ঘা বাড়তে দেবে না। ব্যথা কমিয়ে দেবে। আঘাত লাগা বা সূঁচ-পেরেক ফোটার কারণে যদি নার্ভে আঘাত লাগে এবং সে কারণে কোনো রোগ হয় সেই রোগটিও এই ওষুধ নিয়ন্ত্রণে রাখবে। 

টিটেনাস ইঞ্জেকশনের বিকল্প হোমিওপ্যাথি ওষুধ
Hypericum 200


সেবনবিধি


>বড়রা তিন ফোঁটা করে জিভে দিয়ে সকালে ও রাতে খাবেন। খাবার আধঘণ্টা আগে বা পরে খাবেন।

 

>ছোটরা এক ফোঁটা করে এক চামচ পানিতে দিয়ে সকালে ও রাতে খাবে। খাবার আধঘণ্টা আগে বা পরে খাবেন। 


যতদিন ব্যথা থাকবে ততদিন পর্যন্ত আপনাকে খেতে হবে। তাহলে আপনার ব্যথা কমে যাবে, আপনার টিটেনাস হওয়ার ভয় থাকবে না। 


Ledum pal 200: Hypericum 200 এর মতোই আরেকটি হোমিওপ্যাথি ওষুধ রয়েছে Ledum pal 200. এটি ব্যবহারবিধি ও সেবনবিধি একই। 

টিটেনাস ইঞ্জেকশনের বিকল্প হোমিওপ্যাথি ওষুধ
Ledum pal 200

যেকোনো একটি ওষুধ ব্যবহার করতে হবে।