সন্তান প্রসব করার পর প্রচুর চুল ওঠে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই  প্রচুর পরিমাণে চুল ওঠে চিরুনিতে। শ্যাম্পু করার সময়ও প্রচুর চুল ওঠে। এমনিক মাথায় হাত দিলেও চুল ওঠে। 

সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ
সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ


আজ যে ওষুধ নিয়ে কথা বলব সেগুলো সন্তান প্রসবের চুল ওঠার পাশাপাশি সাদাস্রাবের কারণেও যাদের চুল ওঠে তাদের জন্যও প্রযোজ্য। এই ওষুধ কেলে চুলের গোড়া শক্ত হয়ে যাবে, নতুন চুল গজাবে। 


কম্বিনেশন ওষুধ


দুট ওষুধ লাগবে-China Q এবং Acid Phos Q. প্রতিটি ওষুধ সমপরিমাণ কিনে একটি ১০০ এমএলের শিশিতে মিশিয়ে ভালভাবে ঝাৎকিয়ে নিন। তৈরি হয়ে গেল চুল পড়া বন্ধ করার একটি হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ। 

সেনবিধি: ১৫ ফোঁটা ওষুধ আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। 

সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ
China off Q

সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ
Acid Phos Q



এটি ওষুধটি তিনমাস পর্যন্ত খেতে হবে। 


Natrum Muriaticum 6x: সন্তান প্রসব করার পর যদি অতিরিক্ত সাদাস্রাবের কারণে চুল ওঠে তাহলে এটি খেতে হবে। 

সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ
Natrum Muriaticum 6x



চারটি করে ট্যাবলেট চুষে সকালে ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন। যদি অন্যকোনো ওষুধ খান তাহলে ১০ মিনিট গ্যাপ দিয়ে খাবেন। 


Arnica Montana Hair Oil: যেকোনো ভাল কোম্পানির তেল নিবেন। এটি প্রতিদিন িএকবার ব্যবহার করবেন। 

সন্তান প্রসবের পর চুল পরা বন্ধের হোমিও ওষুধ
arnic montana oil


এভাবে যদি আপনারা ওষুধগুলো ব্যবহার করেন ও তেল ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে ও নতুন চুল গজাবে। চুলের গোড়াগুলো শক্ত হয়ে যাবে।