আমাদের চামড়ার নিচে ঘর্মগ্রন্থি রয়েছে।  এ কারণে আমরা ঘামি। এই ঘামের মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা ও পানির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আমাদের শরীরে যে সমস্ত বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। 

অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি ওষুধ
অতিরিক্ত ঘামের হোমিওপ্যাথি ওষুধ 

কিন্তু বিভিন্ন কারণে ঘাম যদি অতিরিক্ত হয় তখন তাকে হাইপার হাইড্রোসিস বলা হয়। সেটি ভালো না।  


কারণসমূহ 


>জ্বর, টাইফয়েড ও ম্যালেরিয়া হলে। 


>এছাড়াও কিছু ক্রনিক ডিজিজ যেমন অতিরিক্ত দুর্বলতা ও ডায়াবেটিসের কারণে এমন হতে পারে।  


>বংশগত কারণে। 


>বিভিন্ন হরমোনাল প্রবলেমের কারণে। 


>শোক, দুঃখ, ভয় ও বিষন্নতার কারণে 


>অতিরিক্ত পরিশ্রম ও অতিরিক্ত গরমের কারণে এমনটা হতে পারে।   


কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ 


ওষুধটির R 32. এর জার্মান কোম্পানি ডা. রেকওয়েগের তৈরি।  এটিতে যে সমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে।  আপনারা দেখে নিবেন।  


সেবনবিধি


>বড়রা কাপের চার ভাগের এক ভাগ পানিতে দিয়ে ১৫ ফোঁটা ওষুধ সকাল, দুপুর ও রাতে খাবেন। খাবার ৩০ মিনিট আগে খাবেন।  


>ছোটরা এক চামচ পানিতে  সাত ফোঁটা করে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন।  


Silicea 200x : ৪টি  করে ট্যাবলেট দিনে একবার খাবেন।  রাতে ঘুমানোর সময় খাবেন।  চিবিয়ে বা চুষে খাবেন। হালকা গরম পানিসহ খাবেন।  


ছোটরা একইভাবে দুটি করে ট্যাবলেট খাবে।  


এভাবে সপ্তাহখানেক খেলেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন।  দুই থেকে তিন মাস ওষুধগুলো খেতে হবে।