আজ আমরা এ ভিডিওতে  আধকপালি, মাথাব্যথা বা  মাইগ্রেনের একটি কার্যকর জার্মান হোমিওপ্যাথি কম্বিনেশন ওষুধ সম্পর্কে আলোচনা করব। তাই যারা বিষয়টি জানতে চান তারা  ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

মাইগ্রেন থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
মাইগ্রেন থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ

কারণসমূহ


>ঘুম ঠিকঠাক না হওয়া।


>হরমোনাল ইমব্যালান্সের কারণে। 


>মাদকাসক্তির কারণে।


>মানসিক চাপ।


>আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ঠাণ্ডা লাগলে। 


>ওষুধের প্বার্শপ্রতিক্রিয়ায়ও মাইগ্রেন হয়।


লক্ষণসমূহ


>বাম বা ডান দিকে মাথা ব্যথা করবে। 


>মাথা চিড়িক মারবে। ভ্রু লাফাবে।


>বমি ভাব থাকবে।


>চোখ লাল হয়ে যাবে।


>চোখ বন্ধ করতে থাকতে ভাল লাগবে। 


>রোদের দিকে তাকানো যায় না।।


>ঘুমাতে ভাল লাগে। 


জার্মান কম্বিনেশন ওষুধ


ওষুধটির নাম R16. জার্মান কোম্পানি ডা. রেকওয়েগের তৈরি। এটিতে যেসমস্ত হোমিওপ্যাথি ওষুধ মেশানো রয়েছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। আপনারা দেখে নিবেন। 


মাইগ্রেন থেকে মুক্তির হোমিওপ্যাথি ওষুধ
R 16

সেবনবিধি


>বড়রা ১৫ ফোঁটা করে ওষুধ কাপের চার ভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার আধঘণ্টা আগে বা প খাবেন। 


>ছোটরা ৭ ফোঁটা করে ওষুধ কাপের চার ভাগের একভাগ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার আধঘণ্টা আগে বা পরে খাবে। 


এভাবে ওষুধটি খেলে মাইগ্রেন থেকে খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন।