মাথার উকুন দূর করার হোমিওপ্যাথি ওষুধ
আজ মাথার উকুনের কার্যকর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। তাই বিষয়টি যারা জানতে চান তারা পোস্ট/ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
মাথার উকুন দূর করার হোমিওপ্যাথি ওষুধ |
উকুনের যে প্রধান কারণ তা হচ্ছে একজনের মাথা থেকে অন্যজনের মাথায় ছড়িয়ে পড়া। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে চুল বা মাথা অপরিস্কার হওয়া।
এখন যে ওষুধের কথা বলব তা যদি ব্যবহার করেন তাহলে উকুন এক থেকে দুই সপ্তাহের মধ্যে দূর হয়ে যাবে।
কার্যকর হোমিওপ্যাথি ওষুধ
Staphysagria Q: ১০০ এমএলের একটি কাচের শিশি নিয়ে ৫০ এমএলের মতো নারকেল তেল দিবেন। এর সাথে ১০ এমএল ওষুধ মিশিয়ে বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিবেন।
Staphysagria Q |
এই মিকচার তেলটি দিনে দুবার ব্যবহার করতে হবে। দুপুরে একবার গোসল করার পর রাতে একবার ঘুমানোর সময়।
Staphysagria 30: মিকচার তেলটির পাশাপাশি এই ওষুধটি খেতে হবে। তিন ফোঁটা করে জিভে দিয়ে সকালে ও রাতে খেতে হবে। খাওয়ার আধঘণ্টা আগে খেতে হবে।
তেলটি ও ওষুধটি যদি এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করেন তাহলে উকুন চলে যাবে।
তবে আপনাকে মনে রাখতে হবে দুই থেকে তিন দিন পর পর আপনাকে কোনো হোমিওপ্যাথি শ্যাম্পু বা হারবাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। আর প্রতিদিন পোশাক, বিছানাপত্র পরিস্কার করতে হবে। এটা না করলে পরে আবার মাথায় উকুন হবে।