ফিক লাগার ব্যথার হোমিওপ্যাথি ওষুধ
আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফিক লাগার ব্যথার কার্যকর হোমিওপ্যাথি ও বায়োকেমিক ওষুধ সম্পর্কে। তাই যারা বিষয়টি জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
ফিক লাগার ব্যথার হোমিওপ্যাথি ওষুধ |
আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি আমাদের ঘুমানোর গণ্ডগোলের কারণে হোক বা অন্য কাজ করতে গিয়ে ফিক লাগে। এই ফিক লাগার সাথে সাথে অমাদের প্রচণ্ড ব্যথা হয়। আমরা ঠিকমোত ঘাড় ঘোরাতে পারিনা। ঘাড় একদম শক্ত হয়ে যায়।
ফিক লাগার অন্যতম জন্য কারণ তা হচ্ছে নার্ভের সমস্যা। এক পজিশনে থাকার কারণে বা কোনোভাবে যদি নার্ভে আঘাত লাগে সেই কারণে নার্ভে প্রদাহ হয়। যার ফলে আমাদের ফিক লেগে যায়।
কম্বিনেশন হোমিওপ্যাথি ওষুধ
তিনটি হামিওপ্যাথি ওষুধ লাগবে-
১. Lachnanthes 30
২. Arnica 30
৩. Bryonia Alba 30
Bryonia Alba 30 |
Lachnanthes 30 |
Arnica 30
|
এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে কম পরিমাণ সিলপ্যাক নিবেন। ওষুধ তিনটি তিন ফোটা তিন ফোটা তিন ফোঁটা করে জিভে দিয়ে দিনে সকাল, দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
এভাবে যদি তিনটি হোমিওপ্যাথি ওষুধ খান তাহলে ফিক লাগার ব্যথা কমে যাবে।
বায়োকেমিক ওষুধ Magnesia Phosphorica 6x: চারটি করে ট্যাবলেট সকাল, দুপুর ও রাতে খাবেন। চুষে খাবেন। গরম পানিসহ খাবেন।
Magnesia Phosphorica 6x |
এভাবে যদি খান তাহলে আপনার ফিক লাগা ব্যথা থেকে খুব সহজেই আরাম পেয়ে যাবেন।