মাথা ঘোরা অজ্ঞান হয়ে পরার জার্মান হোমিওপ্যাথি ওষুধ
মাথাঘোরা এমন একটি রোগ যেটি যদি হয়ে থাকে তাহলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটির ব্যাঘাত ঘটে। মাথাঘোরে, সে পড়ে যায়। অজ্ঞান হয়ে যায়। এজন্য বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যায়।
মাথা ঘোরা অজ্ঞান হয়ে পরার জার্মান হোমিওপ্যাথি ওষুধ |
আজকের এই ভিডিওতে মাথাঘোরা আর অজ্ঞান হওয়ার মতো স মস্যার একটিজার্মান কম্বিনেশন ওষুধ সম্পর্কে। তাই যারা বিষয়টি জানতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখুন।
আমরা অনেককে লক্ষ্য করে থাকি তাদের বিভিন্ন কারণে মাথাঘোরে। তারা ঠিকমোত হাটতে পারে না। ঘুরে পড়ে যাবে বলে তারা চুপচাপ বসে যায়।
কারণসমূহ
>কানের ভেতরের একটি অংশ রয়েছে সেটির সমস্যার কারণে বেশিরভাগ ক্সেত্রে মাথা ঘুরে থাকে।
>শারীরিক দুর্বলতার কারণে।
>অনিয়মিত ঘুম।
>রাত্রি জাগরণ।
লক্ষণসমূহ
>মনে হয় যেন আশাপাোেশ সমস্তকিছু ঘুরছে , দৌড়াদৌড়ি করছে।
>মনে হবে যেন পড়ে যাবো।
>মাথা যন্্রতণা করে, বমিভাব হয়, বমি করে ফেলে অনেক সময়।
>অনেকে অজ্ঞানও হয়ে যায়।
কার্যকর জার্মান হোমিওপ্যাথি ওষুধ
R 29 |
ওষুধটির নাম R 29. এটি জার্মান কোম্পানি ডা. রেকওয়েগের তৈরি। যেকোনো মাথাব্যথার কারণে এটি ব্যবহার করা যাবে। ওষুধটিতে যেসব হোমিওপ্যাথি ওষুধি মেশানো আছে তা প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে। দেখে নিবেন।
সেবনবিধি
>বড়রা ১৫ ফোঁটা করে আধাকাপ পানিতে দিয়ে সকাল , দুপুর ও রাতে খাবেন। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবেন।
>ছোটরা ৭ ফোঁটা করে ওষুধ আধাকাপ পানিতে দিয়ে সকাল, দুপুর ও রাতে খাবে। খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে খাবে।